বাউনডুলে

বাউনডুলে
Featured Post Today
print this page
Latest Post

ল্যাপটপের ব্যাটারির চার্জের স্থায়িত্ব বাড়াবার ১০টা উপায়।

ল্যাপটপ ব্যবহারকারীদের মধ্যে একটা কমন সমস্যা হল ব্যাটারির চার্জের সমস্যা। আমরা সবাই চাই আমাদের ল্যাপটপের ব্যাটারি একটু বেশিদিন চলুক। 


আজকে আমার এই পোষ্টের মাধ্যমে আপনারা সামান্য কিছু কাজ করে বাড়িয়ে নিতে পাড়বেন আপনার প্রিয় ল্যাপটপের পারফর্মেন্স আর সেটার ব্যাটারিকে করতে পাড়বেন দীর্ঘস্থায়ী।


ল্যাপটপে কাজ করার সময় নিচে বর্ণিত বিষয়গুলোর দিকে খেয়াল রাখলে দেখতে পারবেন, আপনার ল্যাপটপের পারফর্মেন্স বৃদ্ধি পাবে এবং সেই সাথে ব্যাটারি হবে দীর্ঘ স্থায়ী -

১. উইন্ডোজ Aero Effect অফ করে দিন (বেসিক থিমের সাহায্যে) এবং ব্যাটারিতে চলাকালীন হার্ডডিস্ক ও সিপিইউ এর মেইনটেনেন্স-এর কোন কাজ করবেন না।

২. ব্যাটারী দিয়ে ল্যাপটপ চালানোর প্রয়োজন না হলেও ২/৩ সপ্তাহ অন্তর অন্তর ব্যাটারীথেকে চালাতে হবে, নতুবা ব্যাটারী আয়ু কমে যাবে।

৩. ব্যাটারীতে ল্যাপটপ চালানোর সময় স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিন।

৪. দরকারি ছাড়া অন্য উইন্ডোগুলো মিনিমাইজ করে রাখুন। 

৫. ব্লু-টুথ ও ওয়াই-ফাই কানেকশন বন্ধ রাখুন।

৬. হার্ডডিস্ক থেকে মুভি-গান প্লে করুন, কারন সিডি/ডিভিডি রম অনেক বেশি পাওয়ার নেয়। 

৭. এয়ার ভেন্টের পথ খোলা রাখুন, সহজে বাতাস চলাচল করেএমন ভাবে ল্যাপটপ পজিশনিং করুন (ল্যাপটপের নীচে বই জাতীও কিছু দিয়ে), সরাসরি সূর্যের আলোতে রাখবেন না। 

৮. সাট ডাউনের পরিবর্তে হাইবারনেট অপশন ইউজ করুন।

 ৯. মাঝে মাঝে ব্যাটারীর কানেক্টর লাইন পরিস্কার করুন। 

১০. অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করুন। টাস্কবারে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজার ওপেন করুন এবং অপ্রয়োজনীয় প্রোগ্রাম গুলোকে সিলেক্ট করে End Process করে বন্ধ করে দিন।
0 comments

গুরুত্বপূর্ন স্টুডেন্ট ভিসার প্রশ্ন:US Embassy Question for Student VISA F-1

common sample questions for F-1 Student Visa Interview:
General Sample Questions -
   

  1. Why did you choose the US as opposed to studying at home or in another country?
  2. Have you traveled to the US before?
  3. Why do you wish to learn English in the US?
  4. What do you know about the US?
  5. What do you expect to do when you return to your home country?
  6. Do you plan on working in the US?
  7. What proof can you provide that you will come back?
  8. Does anybody from your family stay or study abroad?
  9. How many years do you intend to stay in US?
  10. Do you know anyone in the town your English language program is located in?
  11. What will you do if your visa is rejected?
  12. Will you come home during summer?
  13. Why have you chosen this English language program?
  14. Do you have any family members in the US?
  15. What are your hobbies?
  16. Where does your family reside?
  17. Do you have any brothers and sisters – where do they live?
  18. Where do your brothers and sisters study?
Financial Sample Questions -
  1. How are you going to pay for your program and living expenses?
  2. Did you get any scholarship?
  3. Do you have a sponsor, if so, who?
  4. What do your parents do? What is their income?
  5. What is the cost of your English language program?
  6. Do you have any current loans?
Academic/Career Sample Questions -
  1. Where did you hear about this school?
  2. What schools did you apply to?
  3. Why are your exam scores low?
  4. What do you know about the education system in the US?
  5. Why are you applying for an English language program only?
  6. Why do you want to study in the US?
  7. Do you plan to study in a university after your English language program?
  8. What do you want to study?
  9. What are your career goals?
  10. What is your current grade point average/percentage?
  11. Tell me more about the English language program.
  12. Why are you leaving your current job?

1 comments

টিকফা কী? চুক্তিটি কার জন্য? চুক্তিতে কী আছে? চুক্তি স্বাক্ষরিত হলে সমস্যা কী? বিস্তারিত জানুন


টিকফা কী?
টিকফা শব্দটি নতুন। আগে এর নাম ছিল টিফা।‘টিফা’ চুক্তি হলো Trade and Investment Framework Agreements বা সংক্ষেপে TIFA, যেটিকে বাংলায় অনুবাদ করলে হয় — ‘বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কাঠামোগত সমঝোতা’ চুক্তি। ‘টিফা’ চুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে দশক কালেরও আগে থেকে। এই চুক্তির খসড়া প্রণয়নের কাজ শুরু হয় ২০০১ সালে। ১৩টি ধারা ও ৯টি প্রস্তাবনা সম্বলিত চুক্তিটির প্রথম খসড়া রচিত হয় ২০০২ সালে। পরে ২০০৪ সালে এবং তারও পরে আবার ২০০৫ সালে খসড়াটিকে সংশোধিত রূপ দেয়া হয়। দেশের বামপন্থি শক্তিসহ অন্যান্য নানা মহলের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত চুক্তিটি স্বাক্ষর করা এখনো সম্ভব হয়নি। চুক্তির খসড়া প্রণয়নের পর সে সম্পর্কে নানা মহল থেকে উত্থাপিত সমালোচনাগুলো সামাল দেয়ার প্রয়াসের অংশ হিসেবে এর নামকরণের সাথে Co-operation বা সহযোগিতা শব্দটি যোগ করে এটিকে এখন ‘টিকফা’ তথা TICFA বা Trade and Investment Co-operamework Agreement (‘বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত কাঠামোগত সমঝোতা’ চুক্তি) হিসাবে আখ্যায়িত করার হচ্ছে।
চুক্তিটি কার জন্য?
চুক্তিটি আমেরিকার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের। এই চুক্তিটি যুক্তরাষ্ট্র করেছে অন্যান্য রাষ্ট্রের সঙ্গেও। চুক্তিটির ধারা উপধারা ও আমেরিকার তৈরি। আমেরিকা চুক্তি স্বাক্ষরের বিষয়ে নাছোড়বান্দা এবং তারা হাল ছেড়ে না দিয়ে বছরের পর বছর ধরে এজন্য সে বাংলাদেশের ওপর ক্রমাগত চাপ দিয়ে চলেছে। এর মাঝে এদেশে ও আমেরিকায় কয়েক দফা সরকার বদল হয়েছে। কিন্তু ‘টিফা’ চুক্তির বিষয়টি সব আমলেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হয়ে থেকেছে। তারা এমনও বলেছে যে, ‘টিফা’ চুক্তি স্বাক্ষর না করলে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতার ওপর তার নেতিবাচক প্রভাব পরবে। যেহেতু বাণিজ্য ও বিনিয়োগ উভয় ক্ষেত্রেই বাংলাদেশের তুলনায় যুক্তরাষ্ট্রের প্রাধান্য ও আধিপত্য প্রশ্নাতীত এবং এই অসামঞ্জস্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তাই ‘বাণিজ্য ও বিনিয়োগের’ স্বার্থ রক্ষার উদ্দেশ্যে করা চুক্তিটির দ্বারা প্রধানত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণের একতরফা সুবিধা প্রাপ্তির ব্যবস্থা করা হবে এই সমালোচনা নিরসনের জন্য ‘বাণিজ্য ও বিনিয়োগ’-এর সাথে ‘সহযোগিতা’ শব্দ যুক্ত করা হয়েছে। কিন্তু চুক্তিতে যে সব প্রস্তাবনা ও ধারা রয়েছে সেগুলোর জন্য চুক্তিটি অসম ও মার্কিন স্বার্থবাহী।
টিকফা চুক্তিতে কী আছে?
‘টিকফা’ চুক্তিতে কি কি ধারা রয়েছে তা দেশবাসী জানে না। এই চুক্তি নিয়ে চরম গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। ২০০৫ সালে টিফার চুক্তি সংক্রান্ত কিছু তথ্য ফাস হয়ে যায়, যেটাতে দেখা যায় অন্যান্য দেশে যে সমস্ত টিফা চুক্তি হয়েছে তার সঙ্গে বাংলাদেশের ধারা উপধারা গুলো মিলে যায়। এই আলোচনা সেই ফাস হওয়া ড্রাফটের উপর করা হয়েছে। যদিও সেই ড্রাফ্ট পরিবর্তিত হয়ে থাকতে পারে তবে মুল ভাবনা এই আলোচনার বাইরে যাবেনা বলেই মনে হচ্ছে। এই চুক্তির খসড়ায় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে উভয় দেশের বন্ধন সুদৃঢ় করার উল্লেখ থাকলেও চুক্তির বিভিন্ন প্রস্তাবনায় এবং অনুচ্ছেদে বাজার উন্মুক্তকরণ এবং সেবা খাতের ঢালাও বেসরকারিকরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহে বিশেষ করে সেবা খাতগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। চুক্তির প্রস্তাবনায় বলা হয়েছে উভয় রাষ্ট্রই আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের জন্য উদারনৈতিক নীতি গ্রহণ করবে। বেসরকারি খাতের বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে এবং উভয় দেশের উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত “ বাণিজ্য ও বিনিয়োগ কমিশন” প্রাইভেট সেক্টরের বিকাশের জন্য প্রয়োজনীয় কৌশল ও পরামর্শ সরবরাহ করবে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে শুধু সার্ভিস সেক্টরের কথা উল্লেখ রয়েছে, ‘পণ্য’ উৎপাদনের বিষয়টি সংযুক্ত রাখা হয়নি। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ভবিষ্যতে বাংলাদেশে যে বিনিয়োগ করবে, তা শুধু সেবা খাতেই। তারা কোনো পণ্য এ দেশে উৎপাদন করবে না। চুক্তির এসব ধারা অনুযায়ী বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানির বাণিজ্য ও বিনিয়োগের জন্য দেশের বাজার উন্মুক্ত করে দিবে এবং বিদ্যমান শুল্ক এবং অশুল্ক বাধাসমুহ দূর করতে বাধ্য থাকবে। বাংলাদেশকে দেশীয় শিল্পের/কোম্পানির প্রতি সুবিধা প্রদানকারী বাণিজ্য সংক্রান্ত অভ্যন্তরীণ সংরক্ষন নীতি প্রত্যাহার করতে হবে। টিকফা চুক্তিতে বলাই আছে বাংলাদেশ ১৯৮৬ সালে স্বাক্ষরিত “দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি” অনুযায়ী মার্কিন বিনিয়োগকারীদের অর্জিত মুনাফা বা পুঁজির উপর কোন কর আরোপ করতে পারবে না এবং বিনিয়োগ প্রত্যাহার করে নেয়া হলে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই চুক্তির মাধ্যমে বিনিয়োগের বিশেষ সুরক্ষাসহ মার্কিন কোম্পানিগুলোকে সেবাখাতে বাণিজ্যের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিয়ে দেশের জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ, বন্দর, টেলিযোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ইত্যাদি সেক্টরকে মার্কিন পুঁজিপতিদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। চুক্তির প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশকে দোহা ডেভেলপমেন্ট এজেন্ডা অনুসারে কৃষিতে ভর্তুকি হ্রাসকরণ এবং মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করতে হবে। এছাড়া টিকফা চুক্তির অন্যতম দিক হচ্ছে মেধাসত্ব আইনের কঠোর বাস্তবায়ন।
চুক্তি স্বাক্ষরিত হলে সমস্যা কী?
চুক্তিটি স্বাক্ষরিত হলে দেশের সেবাখাতসমূহ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে মার্কিন বহুজাতিক কোম্পানির দখলে চলে যাবে। এতে করে দেশীয় কোম্পানিগুলোর স্বার্থও বিঘ্নিত হবে। অবাধ মুনাফা অর্জনের জন্য বিদেশি কোম্পানিগুলো সেবা যেমন টেলিযোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, পানি, চিকিৎসা, শিক্ষা, বন্দর প্রভৃতি ও পণ্যের দাম বহুগুনে বৃদ্ধি করবে। সেবাখাতে বিদেশি প্রাইভেট কোম্পানিগুলোর অবাধ বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ প্রদান করলে বাংলাদেশ তার কল্যাণমূলক রাষ্ট্রনীতির আওতায় সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের দরিদ্র ও সাধারণ মানুষকে কম মূল্যে সেবা দানের যেসব কর্মসূচী নিয়ে থাকে তা সঙ্কুচিত হবে অথবা বিলুপ্ত হয়ে যাবে। ফলে সাধারণ মানুষের জীবনধারণ এবং সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজে সুকৌশলে বাণিজ্য সংরক্ষন নীতি গ্রহণ করে অনুন্নত দেশকে বাণিজ্য সুবিধা প্রদান থেকে বিরত থাকছে। দোহা এজেন্ডা অনুযায়ী বাংলাদেশ কৃষিতে ৫% এর বেশি ভর্তুকি দিতে পারছে না, অথচ যুক্তরাষ্ট্র নিজেই কৃষিতে ১৯% এর বেশি ভর্তুকি দিয়ে তাদের কৃষি ব্যবস্থাকে সুরক্ষা দিচ্ছে। ফলে বাংলাদেশের কৃষিজ পণ্যের দাম ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র নিজে কিন্তু বাণিজ্য সংরক্ষন নীতি গ্রহণ করছে অথচ আমাদের মত অনুন্নত দেশগুলোকে বাণিজ্য উদারনীতি গ্রহণে নানা চুক্তির মাধ্যমে বাধ্য করছে।
মেধাস্বত্ব আইনের কঠোর বাস্তবায়ন হলে তা উন্নত দেশগুলোর মালিকানাধীন বহুজাতিক কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক হাতিয়ার হিসেবেই কাজ করবে যাতে দরিদ্র দেশগুলোর কাছ থেকে অবাধে মাত্রাতিরিক্ত মুনাফা লুণ্ঠনের আইনি বৈধতা পাওয়া যায়। উন্নত প্রযুক্তি এবং উৎপাদন পদ্ধতির অধিকারী হবার পর তারা এই জ্ঞানকে কুক্ষিগত করে রাখতে চায়। এর মাধ্যমে তারা চায় যেন অবশিষ্ট বিশ্ব প্রযুক্তি ও উৎপাদনের জন্য তাদের উপর নির্ভরশীল থাকে এবং তাদের উৎপাদিত পণ্যের বাজারে পরিণত হয়। টিফা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট সময়ের পূর্বেই মেধাস্বত্ব আইন মানতে বাধ্য করছে উন্নয়নশীল দেশগুলোকে। টিকফা চুক্তির ফলে বাংলাদেশকে ২০১৬ সালের আগেই মেধাস্বত্ব আইন মেনে চলতে হবে। চুক্তির প্রস্তাবনায় বলা হয়েছে বাণিজ্য সম্পর্কিত মেধাস্বত্ব অধিকার (TRIPS) এবং অন্যান্য প্রচলিত মেধাস্বত্ব আইনের যথাযথ এবং কার্যকরী রক্ষণাবেক্ষণ ও বাস্তবায়ন করতে হবে । দোহা ঘোষণা ২০০০ অনুযায়ী বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় বাণিজ্যবিষয়ক মেধাসম্পদ স্বত্ব চুক্তি অনুসারে স্বল্পোন্নত সদস্য হিসেবে বাংলাদেশ ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন পণ্য ও সেবায় এবং ২০১৬ পর্যন্ত ওষুধের ক্ষেত্রে মেধাস্বত্ববিষয়ক বিধিনিষেধ থেকে ছাড় পেয়েছে এবং এই সুবিধা গ্রহণ করে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন পেটেন্ট করা ওষুধ উৎপাদন এবং রফতানি করতে পারছে। কিন্তু টিকফা এ সে ধরনের কোনো সুযোগ রাখা হয়নি। এর ফলে বাংলাদেশের ওষুধ শিল্প, কম্পিউটার সফটওয়্যার সহ গোটা তথ্যপ্রযুক্তি খাত আমেরিকার কোম্পানিগুলোর পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ইত্যাদির লাইসেন্স খরচ বহন করতে গিয়ে বিভিন্ন পণ্য এবং প্রযুক্তির দাম অভাবনীয়ভাবে বেড়ে যাবে। মেধাস্বত্ত্ব আইন কার্যকর হলে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো অনেক ওষুধ তৈরি করতে পারবে না, আমাদেরকে কয়েকগুন বেশি দামে বিদেশি কোম্পানির পেটেন্ট করা ওষুধ খেতে হবে । বাংলাদেশ ওষুধ শিল্পে রপ্তানি সম্ভাবনা হারাবে। দরিদ্ররা ওষুধ কিনতে গিয়ে হিমশিম খাবে। বাংলাদেশের ওষুধশিল্প ক্ষতিগ্রস্ত হবে কেননা দেশীয় ওষুধ কোম্পানিগুলো নিজ দেশেই তাদের ওষুধ বিক্রি করতে গিয়ে বিদেশি কোম্পানির সাথে অসম প্রতিযোগিতার মুখে পড়বে। ফলে অনেক মাঝারি ও ক্ষুদ্র শিল্প ধংস হয়ে যাবে। আবিষ্কারক কোম্পানি সুদীর্ঘ ২০ বছর ধরে নিজের ইচ্ছামতো দামে ওষুধটির একচেটিয়া ব্যবসা করে অবাধে মুনাফা লুট করবে।
‘টিকফা’ চুক্তির খসড়ায় পণ্য ও পুঁজির চলাচলকে অবাধ করার কথা এবং সেই সূত্রে মুনাফার শর্তহীন স্থানাস্তরের গ্যারান্টির কথা বলা হলেও শ্রম শক্তির অবাধ যাতায়াতের সুযোগের কথা কিছুই বলা হয়নি। অথচ শ্রম শক্তিই হলো আমাদের সবচেয়ে আকর্ষণীয় ও মূল্যবান সম্পদ যার রপ্তানির ক্ষেত্রে আমাদের রয়েছে বিপুল আপেক্ষিক সুবিধা। কিন্তু সে ক্ষেত্রে ‘খোলাবাজার’ নীতিটি যুক্তরাষ্ট্র প্রয়োগ করতে রাজি নয়। তারা তা প্রয়োগ করতে প্রস্তুত কেবল পুঁজি এবং পণ্য-সেবা পণ্যের ক্ষেত্রে, যে ক্ষেত্রে তার রয়েছে বাংলাদেশের তুলনায় অনেক বেশি আপেক্ষিক সুবিধা। অন্যদিকে, টিকফাতে ‘শুল্ক বহির্ভূত বাধা’ দূর করার শর্ত চাপানো হলেও ‘শুল্ক বাধা’ দূর করার কথা বেমালুম এড়িয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানিকৃত তৈরি পোশাক শিল্পের পণ্যের ক্ষেত্রে, গড় আন্তর্জাতিক শুল্ক যেখানে ১২%, যুক্তরাষ্ট্রের তা ১৯%।
পেটেন্ট আইন মানতে হলে সমস্যা কী?
পেটেন্ট কোন প্রতিষ্ঠানকে মেধাসত্ত্ব দিয়ে দেয়। ফলে সে সেই মেধাসত্ত্বের ভিত্তিতে সেই পেটেন্টের সাথে সম্পর্কিত যে কোন বাণিজ্যে সে রয়্যালটি দাবী করতে পারে। যেমন নিমের পেটেন্ট করা আছে আমেরিকার তাই নিম গাছ থেকে উৎপাদিত যে কোন পণ্যে সে উৎপাদক প্রতিষ্ঠানের কাছে রয়্যালটি দাবী করতে পারবে। বাংলাদেশ, ভারত, ব্রাজিল সহ বিভিন্ন দেশের নিজস্ব জীববৈচিত্রের অনেক জীব-অণুজীব এবং উদ্ভিদ প্রজাতি এখন বহুজাতিক কোম্পানির পেটেন্টের দখলে। ভারত উপমহাদেশের শতাধিক গাছগাছড়া যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসে রেজিস্ট্রেশনের অপেক্ষায় রয়েছে। পেটেন্ট আইন বাস্তবায়ন আমাদের দেশের জীববৈচিত্র্য এবং কৃষিতে বিপর্যয় সৃষ্টি করবে। পেটেন্ট এর মাধ্যমে সাম্রাজ্যবাদী আগ্রাসন এখন আর শুধু সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং ফল ফসল এবং গাছ গাছড়ার উপরও বিস্তৃত হয়েছে। যুক্তরাষ্ট্রের পেটেন্ট আইনে বলা আছে, “কোন কিছুর পেটেন্টের বেলায় যুক্তরাষ্ট্রের বাইরে অলিখিত উৎসের অনুসন্ধানের কোন বাধ্যবাধকতা নেই”। এর মানে হচ্ছে হাজার হাজার বছর ধরে উন্নয়নশীল দেশের প্রচলিত উৎপাদন প্রনালী, জীববৈচিত্র্য, কৃষকদের নিজস্ব শস্যবীজ ইত্যাদি শুধুমাত্র প্রযুক্তি এবং অর্থের জোরে পেটেন্ট করে নিতে পারবে বহুজাতিক কোম্পানিগুলো। এক্ষেত্রে কোম্পানিগুলো তাদের উন্নত জেনেটিক টেকনোলজির মাধ্যমে ডি এন এ ফিংগার প্রিন্ট নির্ণয় করে অন্য দেশের জীববৈচিত্র্য এবং কৃষিজ সম্পদকে নিজের বলে পেটেন্ট করিয়ে নেবে। কৃষিতে পেটেন্ট বাস্তবায়ন হলে কৃষকদের শস্য বীজ উৎপাদন, সংরক্ষন, পুনরুৎপাদন এবং রক্ষণাবেক্ষণের অধিকার কেড়ে নেয়া হবে। মেধাস্বত্ব আইন অনুযায়ী রয়্যালটি পাবে আমেরিকার বহুজাতিক কোম্পানিগুলো আর ধ্বংস হবে দেশী প্রজাতি, পরিবেশ এবং কৃষি উৎপাদন কাঠামো। বীজ এবং কৃষি পণ্যের দাম অনেকগুন বেড়ে যাবে বলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তৈরি পোশাক শিল্পকেও ব্র্যান্ড নামে ব্যবহূত এদেশের তৈরি এ্যাকসেসরিজের জন্য সংশ্লিষ্ট মার্কিন কোম্পানিকে রয়্যালটি দিতে হবে। বাসমতি চাল, চিরতার রস, নিমের দাঁতন ইত্যাদি হেন বস্তু নেই যা আগেভাগেই মার্কিনীসহ বিদেশি কোম্পানিরা পেটেন্ট করে রাখেনি। মেধাস্বত্ব অধিকারের ধারা প্রয়োগ করে তারা এসবকিছুর জন্য রয়্যালটি প্রদানে বাংলাদেশকে ‘টিকফা’ চুক্তি মাধ্যমে বাধ্য করতে চায়।
টিকফাতে শ্রমিকবান্ধব ধারাও কী আছে?
মোটেও না। টিকফার প্রস্তাবনায় মানবাধিকার, শ্রমের মান এবং শ্রমজীবীদের অধিকার ও পরিবেশগত বিষয় অন্তর্ভুক্ত করা হলেও তার লক্ষ্য শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠা নয় বরং এগুলোকে নন- ট্যারিফ (অশুল্ক) বাধা হিসেবে ব্যাবহার করে যুক্তরাষ্ট্র তার বাজারে বাংলাদেশী পণ্যের রফতানি ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারবে। মানবাধিকার, শ্রম পরিবেশের মান ইত্যাদি বিষয়কে অশুল্ক বাধা হিসাবে চিহ্নিত করে মার্কিনীরা ‘টিকফা’ চুক্তি দ্বারা বাংলাদেশকে উত্তরণ অসাধ্য প্রতিকূলতায় আটকে ফেলার ফন্দি করেছে। কয়েক শতাব্দী ধরে তারা আমাদের মতো দেশে ঔপনিবেশিক শাসন চালিয়ে, নিজ নিজ দেশে নির্মম ও অমানবিক শ্রম-শোষণ চালিয়ে, শ্রম পরিবেশের ক্ষেত্রে দাস সুলভ মান বজায় রেখে এখন উন্নত ধনী দেশে পরিণত হয়েছে। এখন আমরা উন্নয়নের পথ গ্রহণ করা মাত্রই সমানে সমানে প্রতিযোগিতায় নামার কথা বলে আমাদের ওপরে তাদের মতো সমান মাত্রার শর্তাবলী চাপিয়ে দিতে চাচ্ছে। এ যেন, হাত-পা খোলা মোটা তাজা মানুষ কর্তৃক পেছনে হাত বাঁধা অনাহারী মানুষকে সমানে সমানে কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো!
চুক্তির জন্য কেন এতো গোপনীয়তা?
বাংলাদেশের সংবিধানে আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে বলা হয়েছে যে, ‘বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির নিকট পেশ করা হইবে, এবং রাষ্ট্রপতি তাহা সংসদে পেশ করিবার ব্যবস্থা করিবেন; তবে শর্ত থাকে যে, জাতীয় নিরাপত্তার সহিত সংশ্লিষ্ট অনুরূপ কোনো চুক্তি কেবলমাত্র সংসদের গোপন বৈঠকে পেশ করা হইবে।’ যেহেতু টিকফা কোন নিরাপত্তা বিষয়ক চুক্তি নয় তাই সে চুক্তির ধারা গুলো প্রকাশ না করাটা সংবিধান বিরোধী। ‘টিকফা’ চুক্তির ধারাসমূহ নিয়ে গোপনীয়তা ও রাখঢাক করার যে চেষ্টা চলছে তা সংবিধানের সাথে সাংঘর্শিক।
টিকফা চুক্তি কি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াবে? বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়াবে?
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, এ চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র থেকে আমাদের দেশে বিনিয়োগ কয়েক গুণ বাড়বে, সেই সাথে যুক্তরাষ্ট্রে বাড়বে আমাদের পণ্য রফতানিও। এশিয়ার দুটি প্রধান অর্থনৈতিক শক্তি গণচীন এবং ভারত তার রফতানির যথাক্রমে ২১ এবং ১৯% পণ্য যুক্তরাষ্ট্রে রফতানি করলেও তারা এই চুক্তি স্বাক্ষর করেনি। অর্থাৎ টিকফা চুক্তি স্বাক্ষরের সাথে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রফতানিতে প্রধান বাধা হচ্ছে শুল্ক বাধা। বর্তমানে বাংলাদেশি পোশাক রফতানিকারকদের যুক্তরাষ্ট্রের বাজারে ১৫.৩% শুল্ক দিতে হয় অন্যদিকে চীনকে পরিশোধ করতে হয় মাত্র ৩% । তাহলে দেখা যাচ্ছে চীন টিফা চুক্তি স্বাক্ষর না করেও বাংলাদেশের চেয়ে অনেক কম শুল্কে পণ্য রফতানি করতে পারছে। তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের লোভ দেখিয়ে যুক্তরাষ্ট্র এই চুক্তি স্বাক্ষরের জন্য এদেশের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে কিন্তু টিকফা এগ্রিমেন্টে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের কোন নিশ্চয়তা রাখা হয়নি কারণ প্রস্তাবনায় বলা হয়েছে উভয় দেশ নিজ নিজ বাজারে পণ্য প্রবেশে নন ট্যারিফ বা অশুল্ক বাধা দূর করবে। কিন্তু বাস্তবে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অশুল্ক বাধা খুব সামান্যই।
যুক্তরাষ্ট্র কেন এই চুক্তি স্বাক্ষরের জন্য এতটা আগ্রহী?
বিশ্ব বাণিজ্য সংস্থার বাইরে স্বল্পোন্নত দেশের উপর আধিপত্য বিস্তারের জন্যই আমেরিকা সহযোগিতামূলক উদ্যোগের ছদ্মাবরণে টিফা বা টিকফার মত দ্বিপাক্ষিক চুক্তিগুলো করার চেষ্টা করছে। যদি স্বল্পোন্নত দেশগুলোকে দ্বিপাক্ষিক চুক্তির বেড়াজালে আবদ্ধ করা যায় তবে আন্তর্জাতিক বহুপাক্ষিক ফোরাম ডব্লিউ,টি,ও এ আমেরিকা তার আধিপত্যবাদী বাণিজ্য নীতি বাধাহীনভাবে বাস্তবায়ন করতে পারবে। এই লক্ষ্যেই পাকিস্তান,সৌদি আরব, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ইরাক, উরুগুয়েসহ বিশ্বের ৩০ টিরও বেশি দেশের সাথে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই টিফা চুক্তি সাক্ষর করেছে। স্বল্পোন্নত দেশগুলোর নেতা হিসেবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তৃতীয় বিশ্বের পক্ষে প্রতিনিধিত্ব করছে। বিশ্বব্যাপী পরাশক্তিগুলোর অর্থনৈতিক আধিপত্যের বিপরীতে স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ রক্ষার জন্য এসব ফোরামে বাংলাদেশ যাতে কোন ভূমিকা না রাখতে পারে সেজন্য বাংলাদেশকেও টিকফা চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তা বোধ করছে যুক্তরাষ্ট্র কেননা টিকফা স্বাক্ষর হলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে যাওয়া আর সম্ভব হবে না। এছাড়াও যুক্তরাষ্ট্র নিরাপত্তার প্রশ্নে কৌশলগত গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বাংলাদেশকে দেখতে চায়। কারণ যুক্তরাষ্ট্র মনে করে গণচীনের অব্যাহত উন্নয়ন ও পরাশক্তি হিসেবে চীনের অভাবনীয় অগ্রগতি ঠেকাতে এবং দক্ষিন এশিয়ার বিশাল বাজারের উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে হলে বঙ্গোপসাগরে এবং ভারতমহাসাগরে মার্কিন বাহিনীর উপস্থিতি বজায় রাখতে হবে। আর বঙ্গোপসাগরে নিরাপত্তা বজায় রাখতে হলে বাংলাদেশ ভূরাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এছাড়াও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের আঞ্চলিক পার্টনার বানাতে আগ্রহী। ভূরাজনৈতিক নিরাপত্তা ইস্যুতে ঢাকার কাছ থেকে অধিকতর সহযোগিতার জন্যই যুক্তরাষ্ট্র টিকফা চুক্তি স্বাক্ষর করতে চাচ্ছে কেননা এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ মার্কিন বলয়ে আরও বেশি সম্পৃক্ত হয়ে যাবে।
উল্লেখ্য যে, দোহায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে গৃহীত ‘দোহা ডেভেলপমেন্ট এজেন্ডার’ মূল বিষয়গুলো হলো—অ-কৃষিপণ্যের বাজার উন্মুক্তকরণ, কৃষি থেকে ভর্তুকি প্রত্যাহার, মেধাজাত সম্পত্তি অধিকার (ট্রিপস) এবং সার্ভিস বা পরিবেশ খাতে বিনিয়োগ উদারিকরণ ইত্যাদি। কিন্তু এসব বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের স্বার্থ অভিন্ন নয়। বরং এসব ক্ষেত্রে মার্কিনের স্বার্থের সাথে বাংলাদেশের স্বার্থের গুরুতর বিরোধ আছে। অথচ ‘সোফা’ চুক্তির সুবাদে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মার্কিনের পক্ষে এবং স্বল্পোন্নত দেশের বিপক্ষে বাংলাদেশকে দাঁড় করানোর সুযোগ পাবে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিপাক্ষিক ‘সোফা’ চুক্তিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে অবস্থান নিতে বাধ্য করতে পারবে। একথা সকলেই জানেন যে, বিভিন্ন দেশ বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলো তাদের অভিন্ন ও সাধারণ স্বার্থ সংরক্ষণে সম্মিলিতভাবে আন্তর্জাতিক ও বহুপাক্ষিক নানা ফোরামে অবস্থান নিতে পারে। কিন্তু টিফার মতো দ্বিপাক্ষিক চুক্তির কারণে বাংলাদেশ তা স্বাধীন মতো করতে পারবে না। শুধু তাই নয় বহুপক্ষীয়ভাবে যে কোনো বিরোধ নিরসনের সুযোগ হারাবে বাংলাদেশ। ‘টিকফা’ চুক্তির কারণে বাংলাদেশ তার জাতীয় স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক পরিসরে বহুপাক্ষিকভাবে প্রচেষ্টা চালাবার সুযোগ নিরঙ্কুশভাবে পাবে না। উপরন্তু বাণিজ্য সমস্যা বহুপক্ষীয়ভাবে সমাধানের বদলে তা মার্কিনের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে সমাধানের ফাঁদে পড়বে বাংলাদেশ। একপক্ষ প্রবল শক্তিশালী হলে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান স্বাভাবিক কারণেই দুর্বলের নয় বরং সবলের পক্ষেই যায়। সে কারণে বাংলাদেশকে সব সময়ই ক্ষতিগ্রস্ত হতে হবে।
জিএস পিসুবিধার পাবার প্রশ্নের সাথে কি টিকফা চুক্তি যুক্ত?
ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গত ২৮ জুলাই আবারো এই চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, “টিকফা চুক্তি সই না করলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে না।“ টিকফা চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দরকষাকষিকে ‘অস্বস্তিকর’ বিষয় উল্লেখ করে তিনি জানতে চান, “এতে খারাপ কী আছে? আমি তো খারাপ কিছু দেখছি না।” টিকফার সাথে জি এস পি সুবিধার কোন সম্পর্ক নেই। দোহা নীতি অনুসারে আমেরিকা স্বল্পোন্নত দেশগুলোর ৯৭% পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ার কথা যেটাকে সাধারণভাবে জি এস পি সুবিধা বলা হয়। আমেরিকা ঠিকই বাংলাদেশের ৯৭% পণ্যের ক্ষেত্রে এই সুবিধা দিয়েছে তবে তাতে ঐসব পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে যার রপ্তানির পরিমান খুবই কম। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাককে এর বাইরে রাখা হয়েছে। সেই সব পণ্যের জন্য জি এস পি সুবিধা থাকা আর না সমান কথা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে গার্মেন্টস পণ্য রফতানি হয় তার ওপর উচ্চহারে শুল্ক বসিয়ে রেখেছে তারা। যুক্তরাষ্ট্রের গড় আমদানি শুল্ক হার শতকরা ১ ভাগের মতো। কিন্তু বাংলাদেশের গার্মেন্টসের ওপর শুল্কহার শতকরা গড়ে ১৫ ভাগ। এই শুল্কহার আন্তর্জাতিক বিধিরও পরিপন্থী। এই শুল্ক এমনিতেই বাতিল হওয়া দরকার। এবছরও বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে শুল্কবাবদ প্রদান করেছে প্রায় ৫৬০০ কোটি টাকা। এটা যুক্তরাষ্ট্র থেকে যে ঋণ অনুদান নানাভাবে বাংলাদেশে আসে আসে তার ৬ গুণেরও বেশি। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নয়, বাংলাদেশই যুক্তরাষ্ট্রকে অর্থের যোগান দিচ্ছে।
তথ্যসূত্র: www.banglamail24.com
0 comments

বাংলাদেশের জনপ্রিয় সব টিউটোরিয়াল সাইট নিয়ে প্রয়োজনীয় তথ্য


বাংলাদেশে এখন বিভিন্ন ওয়েব ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বেশ কয়েকটি টিউটোরিয়াল ভিত্তিক সাইট আপনি পাবেন যা আপনাকে যথেষ্টই সাহায্য করবে। এখানে ভিডিওর মাধ্যমে সুনির্দিষ্ট বর্ননা এবং সরলোক্তি একজন শিক্ষানবীশের জন্য সহজবোধ্য। চলুন পরিচিত হই তেমন কিছু সাইটের সাথে
টিউটোরিয়াল বিডিঃ
মাহবুব হাসানের পরিচালনায় চলছে দারুন কিছু টিউটোরিয়াল দিয়ে সাজানো ‘টিউটোরিয়ালবিডি’। এখানে আপনি এইচটিএমএল এর বিস্তারিত টিউটোরিয়াল পাচ্ছেন নিয়মিত বিরতিতে। পাচ্ছেন সি++, জাভাস্ক্রিপ্ট, জে কোয়ারি সহ অন্যান্য কিছুরও দারুন সব টিউটোরিয়াল।
এখানে,
এইচটিএমএল নিয়ে রয়েছে ৪০ টি ভিডিও টিউটোরিয়াল
সি++ নিয়ে রয়েছে ৪৫ টি ভিডিও টিউটোরিয়াল
জাভাস্ক্রিপ্ট নিয়ে রয়েছে ২৪ টি ভিডিও টিউটোরিয়াল
জে কোয়ারি নিয়ে রয়েছে ১২ টি ভিডিও টিউটোরিয়াল
এছাড়াও সিএসএস, ওয়েব হোষ্ট ম্যানেজার, কম্পিউটার হার্ডওয়ার, ফ্ল্যাশ, ভিজুয়াল ব্যাসিক, থ্রিডি স্টুডিও ম্যাক্স, ফটোশপ, ইলাস্ট্রেটর।
টিউটোরিয়ালবিডিতে রয়েছে এইচটিএমএল, সিএসএস এর উপর পরিপূর্ন ই-বুক। ওয়ার্ডপ্রেসের উপর প্রাথমিক সম্পাদিত ই-বুক। ঘুরে আসতে পারেন টিউটোরিয়াল বিডি থেকে।
টিউটোরিয়াল ফর মিঃ
আমিনুল ইসলাম সজীবের পরিচালনায় চলছে আরেকটি টিউটোরিয়াল ভিত্তিক ওয়েবসাইট ‘টিউটোরিয়াল ফর মি’। তবে এখানে মূলত ভিডিও টিউটোরিয়ালের চেয়ে প্রাধান্য পায় সহজ ভাষায় কনটেন্ট টিউটোরিয়াল যেটা অনেকেরই উপকারে আসবে। থাকছে এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, জাভা স্ক্রিপ্ট, জে কোয়ারি নিয়ে চমৎকার সব পোষ্ট।
রয়েছে গ্রাফিক্স ডিজাইনিং এবং ওয়েব ডিজাইনিং এর আনুষঙ্গিক টিউটরিয়ালগুলোও। ঘুরে আসুন টিউটোরিয়াল ফর মি সাইট থেকে।
আরআর ফাউন্ডেশনঃ
রাসেল আহমেদের আত্নিক প্রচেষ্টায় এগিয়ে চলেছে ‘আরআর ফাউন্ডেশন’। এই সময়ে টিউটোরিয়াল নিয়ে চমৎকার সব পোষ্ট আর ভিডিও নির্দেশনায় নজর কেড়েছে সবার। সহজ ভাষায় কঠিন কঠিন বিষয়গুলো তুলে এনেছে সুন্দরভাবে। নিজের শুরুটা অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে হলেও অন্যদের যেন তেমন অবস্থায় পড়তে না হয় সেটা ভেবেই তিনি তৈরি করেছেন ছোট ছোট অসংখ্য ভিডিও টিউটোরিয়াল। সবচেয়ে আকর্ষক তার বলার ভঙ্গি যে কারনে অনেকেই চোখ রাখছেন তার সকল পোষ্ট এবং ভিডিওর দিকে।
আপনি এখানে যেসব টিউটোরিয়াল পাবেনঃ
*এইচটিএমএল
*সিএসএস
*সিএসএস ফ্রেমওয়ার্ক
*পিএইচডি টু এইচটিএমএল
*জাভাস্ক্রিপ্ট
*ওয়ার্ডপ্রেস
*অন্যান্য
এছাড়াও সিরিজ যেসব টিউটোরিয়াল পাবেনঃ
*বেসিক এইচটিএমএল
*বেসিক ওয়ার্ডপ্রেস
*এইচটিএমএল টু ওয়ার্ডপ্রেস
*ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট
*টুইটার বুটস্ট্র্যাপ
*পিএইচডি টু ইমেইল টেম্পলেট
আরআর ফাউন্ডেশন তাদের সমস্ত টিউটোরিয়াল ডিভিডি আকারে আগ্রহীদের জন্য দিচ্ছেন, আপনি ইচ্ছে করলে এটা কুরিয়ারেও নিতে পারেন। ঘুরে আসুন আরআর ফাউন্ডেশন থেকে।

প্রযুক্তি টিমঃ
হাসান যোবায়েরের তত্ত্বাবধায়নে চলছে টিউটোরিয়াল ভিত্তিক দারুন একটি সাইট ‘প্রযুক্তি টিম’। ওয়েব ডিজাইনে সাথে আছেন সাইফুল ইসলাম, আছেন আরিফুল ইসলাম শাওন।
তাদের তৈরি টিউটোরিয়ালগুলোও এখন বেশ জনপ্রিয়। আপনি খুব সহজেই শিখে নিতে পারেন এইসব টিউটোরিয়াল থেকে। এই সাইটে বিভিন্ন বিষয়ের উপরে রয়েছে প্রায় ১১৩ টি চমৎকার এবং অনন্য সব টিউটোরিয়াল।
যেখানেঃ
ফটোশপ নিয়ে রয়েছে ৫২ টি চমৎকার ভিডিও টিউটোরিয়াল
ইলাস্ট্রেটর নিয়ে রয়েছে ১৭ টি ভিডিও টিউটোরিয়াল
বিজনেস কার্ড ডিজাইন নিয়ে ৪ টি টিউটোরিয়াল
লোগো ডিজাইন নিয়ে ৪ টি টিউটোরিয়াল
ওয়েব ডিজাইন নিয়ে ১০ টি টিউটোরিয়াল
সি# প্রোগ্রামিং নিয়ে ১০ টি টিউটোরিয়াল
সিএসএস নিয়ে ৪ টি টিউটোরিয়াল
পিএইচডি টু এইচটিএমএল নিয়ে ৬ টি টিউটোরিয়াল
এছাড়া বিভিন্ন প্রযুক্তি পন্যের রিভিউ, সফটওয়ার সম্পর্কাদি প্রয়োজনে দরকারে লাগবে এই সাইটটি। ঘুরে আসুন প্রযুক্তি টিম থেকে।
শিক্ষক ডট কমঃ
ডাঃ রাগীব হাসানের তত্ত্বাবধায়নে বলতে গেলে অনলাইন শিক্ষায় রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলেছে ‘শিক্ষক ডট কম’ । এখানে আপনি সরাসরি পড়তে পারছেন যেকোন প্রযুক্তি বিষয়ক অংশে কিংবা একাডেমিক বিষয়গুলোও। রাগীব হাসানের ভাষায়
‘এই সাইটে বাংলা ভাষায় নানা বিষয়ের উপরে অনলাইনে শিক্ষা দেয়া হবে। প্রতিটি কোর্স হবে মুক্ত, অর্থাৎ যে কেউ বিনামূল্যে এই কোর্সগুলোর সুবিধা নিতে পারবেন। প্রতিটি কোর্সে থাকবে লেকচার নোট এবং কোর্সের মূল্যায়ণের জন্য কুইজ।‘
এখানে আপনি ইচ্ছে করলেই শিখতে পারেন এইচটিএমএল, সিএসএস এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পড়তে পারেন পরিবেশ বিজ্ঞান, কেমি কৌশল, জ্যোতির্বিজ্ঞান নিয়েও। অবাক হবেন যখন দেখবেন এখানে আপনার জন্য রয়েছে নিউরো সায়েন্স কিংবা ক্যান্সার ন্যানো টেকনোলজির মতো বিষয়ও। এক কথায় শিক্ষক ডট কমের প্রকৃতঅর্থেই আপনাকে শিক্ষা দিচ্ছে যেকন বিষয়ে। শুধুমাত্র মোবাইল কিংবা পিসিতে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আপনি হতে পারেন তাদের একজন শিক্ষার্থী!
আজ এ পর্যন্তই, সামনে পর্বে আরও কিছু টিউটোরিয়াল সাইট নিয়ে কথা বলার আশা রাখি। ভালো থাকুন নিয়তই...আর হ্যা, প্রশ্ন থাকলে মন্তব্য করবেন অবশ্যই
সুডোটেকে পূর্বে প্রকাশিত
1 comments

বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন


স্বাগতম ! সকলে কেমন আছেন নিশ্চয় ভালো । আপনার নিজে ভালো থাকুন এবং আশেপাশের মানুষ কে ভালো রাখার চেষ্টা করুন ঠিক আমার মত আপনারা সকলে নিশ্চয় বায়োসের শব্দ টির সাথে পরিচিত । কম্পিউটার ব্যবহার করেন আর বায়োস চিনেন না এটি কি হতে পারে না হতে পারে না আর যদি কেউ না চিনেন তাহলে সমস্যা না আমি আজ আপনাদের বায়োসের A  টু Z  চিনিয়ে দিব । আসুন তাহলে বাড়তি কথা না বলে কাজে নেমে পড়া যাক !
BIOS অর্থ হল basic  input output system . BIOS দ্বারা কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয় ।।পিসি বুট আপ করা এবং সিপিইউ কতৃক বিভিন্ন কম্পোনেন্ট একসেস করার জন্য বায়োস ব্যবহার করা হয় । বায়োসে  প্রোগ্রামের কোড থাকে যা দ্বারা মৌলিক এবং লো -লেবেলের ফাংশন গুলো সম্পাদন করা হয় ।
পার্সোনাল কম্পিউটারে সাধারণত নিন্মোক্ত বায়োস ব্যবহার করা হয়ঃ
AWARD BIOS
AMI BIOS
PHONEX BIOS
MICROID BIOS
বিভিন্ন মাদারবোর্ড বায়োস সেট আপ করার জন্য বিভিন্ন কি ব্যবহার করা হয় । কম্পিউটার চালু অবস্থায় নিশ্চয় খেয়াল করবেন যে   DEL ,F1 ,F2 ইত্যাদি বায়োসে প্রবেশ করার জন্য নির্ধারণ করা হয়ে থাকে । আপনি লক্ষ্য করলে দেখবেন যে লেখা আছে  PRESS F1 ENTER SETUP বা PRESS F2 ENTER SETUP ইত্যাদি । এখানে চিহ্নিত কি টিতে ক্লিক করলেই আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের বায়োসে । সেট আপে প্রবেশ করার জন্য কোন কি চাপ দিতে হবে তা নির্ভর করে বায়োসের টাইপের উপর । নিন্মে কয়েকটি উদাহরনের মাধ্যমে দেখানো হলঃ
AWARD BIOS :এটিতে প্রবেশ করতে হলে আপনাকে Ctrl + Alt +Esc  কিংবা  DEL চাপ দিতে হবে
PHONEX BIOS :এটিতে প্রবেশ  করতে হলে আপনাকে F2   চাপ দিতে হবে
AMI BIOS : এটিতে প্রবেশ করতে হলে আপনাকে DEL  চাপ দিতে হবে ।
এখন আপনাদের সাথে আমি একটি AWARD BIOS স্কিন  দেয়া হল। এটি হয়ত আপনাদের বায়োসের সাথে সম্পূর্ণ মিল নাও থাকতে পারে । কারন বায়োস স্কিন টাইপ এবং ভার্শনের উপর নির্ভর করে ।  আপনি যদি যেকোন একটি বায়োস সম্পর্কে সচ্ছ ধারনা রাখেন তাহলে আপনি যেকোন  বায়োস থেকে সেট আপ নির্ধারণ করতে পারবেন ।
 PhoenAward1 !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
STANDARD CMOS FEATURES
বায়সের প্রথম মেনু হচ্ছে  STANDARD CMOS FEATURES  । প্রথমে আপনাকে এটি নির্ধারণ করতে হবে । আপনি এটি  নির্ধারণ করলে নিন্মের মত একটি পেজ পাবেনঃ
bios10 !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
ADVANCED BIOS FEATURES
বায়োস  সেটআপের ২ য় ধাপ হচ্ছে ADVANCED BIOS FEATURES . এটি মূলত বুটআপ সিকুয়েন্স এবং অন্যান্য বেশ কিছু বিষয় নির্ধারণ করা হয় ।  প্রথমে আপনি ADVANCED BIOS FEATURES SETUP অপশন নির্বাচন করুন । নির্বাচন শেষ হলে দেখবেন যে নিচের মত একটি পেজ আপনি দেখতে পারবেন ।   bios5 !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
ADVANCED CHIPSET FEATURES
এই অপশনটি হচ্ছে  বায়োস সেটআপ মেনুর তৃতীয় পার্ট । আপনাকে Advanced Chipset Features  অপশনটি সিলেক্ট করতে হবে । তখন দেখবেন যে নিচের মত স্কিন আসবে । দেখুন তোঁ আসল কিনা
 bios6 !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
INTEGRATED PERIPHERALS

Award বায়োসে সেট আপের চতুর্থ মেনু হচ্ছে INTEGRATED PERIPHERALS । মেনু থেকে INTEGRATED PERIPHERALS  নির্বাচন করলে নিচের মেনু পাওয়া যাবে । মাদার বোর্ডের জে সকল পেরিফেলালসসমুহ সংযোজন করা আছে এখানে তার বর্ণনা থাকে এবং এ পেরিফেলালগুলো কিভাবে ব্যবহার করা যাবে টা নির্ধারণ করে দেয়া যায় !
bios7 !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
 
 PnP/PCI Configuration
animated gifs atoms !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!animated gifs atoms !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!animated gifs atoms !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!animated gifs atoms !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!animated gifs atoms !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
PnP PCI Configuration !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
বায়োস সেট আপের পরবর্তী মেনু হচ্ছে   PnP/PCI Configuration । ডিভাইস কনফিগার করার জন্য এর মেনু অপশনগুলো ব্যবহার করা হয় ।  PnP/PCI Configuration Setup অবশনে ক্লিক করে আমরা এই অপশনটি পাব !pnp pci config !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
PC Health Status 

PC Health Status  নামেই নিশ্চয় বুজতে পারছেন এটির কাজ কি ?সিস্টেমের Board Sensor চিপস সিস্টেমের যাবতীয় অবস্থা পর্যবেক্ষণ করে এবং তা এ মেনু অপশনসমূহে তালিকা আকারে প্রকাশ করে । এটি পেতে আপনাকে PC Health Status  লেখাটিতে ক্লিক করতে হবে । সাথে সাথে নিচের পেজ দেখা দিবে !!
bios1 pc health status !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
Frequency/ Voltage Control

এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় !! এটির সকল কিছুই বর্তমানে অটো সিলেক্ট করা থাকে ! এটি পেতে আপনাকে  Frequency/ Voltage Control লেখাটিতে ক্লিক করতে হবে ।
11 !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
Load Fail- Safe Defaults 

বায়োস ডিফল্ট ভ্যালু নির্ধারণে এটি ব্যবহার হয় ।
bios load fail safe defaults !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!! 
Load Optimizes Defaults 

ফ্যাক্টরি ডিফল্ট সেটিং লোড করার জন্য এই অপশনটি ব্যবহার হয় ।
BIOSimage002 !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
Set Supervisor Password

কোন সিস্টেমের Supervisor  দের সম্পূর্ণ সিস্টেম অ্যাকসেস করার হয় । Supervisor পাসওয়ার্ড দ্বারা বায়োস সেটআপে অনুমোদিত ব্যক্তির প্রবেশ রোধ করা হয় ।
Set User Password

এটি দ্বারা কম্পিউটারে সাধারন ব্যক্তির প্রবেশ রোধ করা হয় ।
2007101182627(3) !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
Save & Exit Setup

বায়োসে জে সকল পরিবর্তন হয়েছে তা সংরক্ষণ এবং সেটআপ বের হতে চাইলে Save & Exit Setup এর Y বাঁটনে ক্লিক করতে হয়
 12 bios save exit !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!
Exit Without Saving 

বায়োসের পরিবর্তন গুলো সেভ করতে না চাইলে Exit Without Saving  এ ক্লিক করে বের হতে হবে ।
bios save !!!! বায়োস কি, এর ব্যবহার , বায়োস সমস্যা এবং সমাধান অবশ্যই দেখুন  !!!!

 !!!বায়োস সমস্যা এবং সমাধান !!!


    সমস্যাঃ বায়োস সেভ করতে পারছেন না ।
  • বায়োস জাম্পার ডিজেবল থাকতে পারে
  • কিংবা ব্যাটারির চার্জ শেষ হয়ে থাকতে পারে  (এখানে  আপনে কি করবেন আগে আপনি আপনার জাম্পার চেক করবেন অতপর আপনি আপনার ব্যাটারি পাল্টে নিবেন ।
কোন সফটওয়্যার শুরু হবার পর Illegal Performance দেখাছে ।
  • এক্ষেত্রে আপনি প্রথমে আপনার বায়োসের এক্সটারনাল ক্যাশ মেমরি  ডিজেবল করে দেখুন
  • নাহলে আপনার ঐ সফটওয়্যার এর অন্য একটি কপি দ্বারা চেষ্টা করে দেখুন ।
  • এখনো যদি সমস্যা দেখা দেয়া তাহলে বুজতে হবে আপনার মাদারবোর্ড কিংবা র‍্যামের সমস্যা হচ্ছে ।
 বায়োসে হার্ড ডিস্ক পাচ্ছে না কিংবা Missing Operating সিস্টেম  মেসেজ দেখাচ্ছে ।
  • এখানে আপনি প্রথমে দেখুন আপনার পাওয়ার ক্যাবল কিংবা ডেটা ক্যাবলের সংযোগ  সঠিক ভাবে পেয়েছে কিনা ।
  • বায়োসের COMS Standard Features অপসনটিতে প্রবেশ করে দেখুন জে হার্ড ডিস্কের NONE করা আছে কিনা । যদি থাকে তাহলে পরিবর্তন করে IDE বা Auto নির্ধারণ করে দিন ।
0 comments

বাংলাদেশের জনপ্রিয় বাংলা ব্লগ ওয়েব সাইটের লিস্ট

* বাঁধ ভাঙার আওয়াজ-The largest Bangla blogging platform with thousands of blogs in Bangla
* সচলায়তন-Online writers forum in Bangla
* আমার ব্লগ Bangla Blogging Platform
* প্রথম আলো ব্লগ Bangla Blogging Platform
* নির্মাণ ব্লগ Bangla Blogging Platform
* বিডিনিউজ২৪ ব্লগ Bangla Blogging Platform
* আদিবাসী ব্লগ Bangla Blogging Platform
* আড্ডা ব্লগ Bangla Blogging Platform
* আমরা বন্ধু Bangla Blogging Platform
* ইস্টিশন ব্লগ Bangla Blogging Platform
* উন্মোচন Bangla Blogging Platform
* একুশে টেলিভিশন ব্লগ * ওয়েবালয় Bangla Blogging Platform
* কফি হাউসের আড্ডা Bangla Blogging Platform
* কম্পিউটার জগৎ ব্লগ Bangla Blogging Platform
* ক্যাডেট কলেজ ব্লগ Bangla Blogging Platform
* চতুর্মাত্রিক Bangla Blogging Platform
* ঢাকা ব্লগ Bangla Blogging Platform
* নকশা ব্লগ
* নবযুগ ব্লগ
* নাগরিক ব্লগ Bangla Blogging Platform
* The Public Post Blogging Platform
* নৃ
* পিস ইন ইসলাম Bangla Blogging Platform
*প্রিয় ব্লগ Bangla Blogging Platform
* ফ্রেন্ডস ব্লগ Bangla Blogging Platform
* বকলম Bangla Blogging Platform
* বদলে যাও বদলে দাও Bangla Blogging Platform
* বিসর্গ Bangla Blogging Platform
* বি-স্ক্যান ব্লগ
* ব্লগদেশ Bangla Blogging Platform
* মুক্ত ব্লগ Bangla Blogging Platform
* মুক্তভাবনা
* মুক্তমনা ব্লগ * শব্দনীড় Bangla Blogging Platform
* সদালাপ Bangla Blogging Platform
* সবুজ বাংলা ব্লগ Bangla Blogging Platform
* সরব Bangla Blogging Platform
* সুডো ব্লগ Bangla Blogging Platform
* পথিক ব্লগ Bangla Blogging Platform
* সোনার বাংলাদেশ ব্লগ (banned) Bangla Blogging Platform
* স্বপ্নবাজ Bangla Blogging Platform
* দৃঘাংচু
* বিজ্ঞানীScience Blogging
* এভারগ্রীন বাংলা ব্লগ Bangla Blogging Platform
প্যাঁচালী - বাংলা ব্লগিং প্লাটফর্ম
* পাঁচফোড়ণ ব্লগ
* প্যাঁচা ব্লগ
* বাংলা ব্লগস্ - list of Blogs in Bangla script maintained by Debashish
* বাংলা ইউনিকোড ব্লগ Bangla Unicode Blog Aggregator
* প্রবাসী শ্রমিকের অধিকার ব্লগ
* গ্লোবাল ভয়েসেস অনলাইন: পৃথিবী কথা বলছে। আপনি কি শুনছেন? - Global Voices Online Bangla Version
25 comments

অনলাইনে পাসপোর্ট বানানোর নিয়মকানুন, জেনে নিন কোন কোন দেশে ভিসা ছাড়া ভ্রমন করতে পারবেন (শুধু মাত্র বাংলাদেশি)

আজ আমি আপনাদের দুইটি জিনিস শেয়ার করব:
  • ক) কিভাবে অনলাইনে পাসপোর্ট করা বা বাননো যায়,
  • খ) ভিসা ছাড়া বিদেশ ভ্রমন করা যায় । (শুধু মাত্র বাংলাদেশি)
ক) অনলাইনে পাসপোর্টের ফর্ম পূরণ করে পাসপোর্ট অফিসে ফর্ম জমা দিয়ে ছবি তুলতে সময় লাগে মাত্র ৩০ মিনিট, তাও বিনা ঘুষে! জি , আমি সত্য কথা বলছি।

আসুন আমরা জেনে নেই কিভাবে অনলাইনে পাসপোর্ট করা যায়

১ম ধাপঃ
এই পেজ এ যান (Click Here for Link)
অনলাইনে ফর্মটি ফিলআপ করুন এবং প্রিন্টআউট নিন।
২য় ধাপঃ
পাসপোর্ট এর ফর্মটি, আপনার ন্যাশনাল আইডি এবং পূর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে) সত্যায়িত করে পাসপোর্ট অফিসে চলে যান।
৩য় ধাপঃ
পাসপোর্ট অফিসের পাশে সোনালী ব্যঙ্ক এ । জরুরী পাসপোর্ট করতে চাইলে ৬০০০ টাকা আর সাধারনভাবে করতে চাইলে ৩০০০ টাকা জমা দিন। রশিদটি আঠা দিয়ে ফর্মের উপর  সংযজন করুন।
৪র্থ ধাপঃ
এবার পাসপোর্ট অফিসে সরাসরি ফর্ম টি ভেরিফাই করিয়ে নিন। তারা আপনার ফর্ম এর উপর সই করে একটি সিরিয়াল নম্বর লিখে দিবে।
৫ম ধাপঃ
এবার সরাসরি চলে যান উপ কমিশনারের রুমে এবং তাকে দিয়ে ফর্ম টি ভেরিফাই করিয়ে নিন।এখানে থেকে ভেরিফিকেসন করার পর পাঠিয়ে দিবে পাশের কাউন্টারের রুমে ছবি তুলতে।
৬ষ্ঠ ধাপঃ
ছবি তুলতে সজা এই কাউন্টারে গিয়ে আপনার ফর্মটি জমা দিন। সেখানে অফিসার আপনার ছবি তুলবে, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর নিবে এবং তারপর আপনাকে রশিদ ধরিয়ে দিবে। সেটা ভালো মত চেক করে রুম থেকে বেরিয়ে আসুন।
ব্যাস… আপনার ফর্ম জমা দেয়া শেষ। যেদিন পাসপোর্ট দেয়ার ডেট, সেদিন পাসপোর্ট অফিসে গিয়ে রশিদ দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন।

মনে রাখবেনঃ

  • অবশ্যই বাসা থেকে সত্যায়িত করে নিয়ে যাবেন।
  • NID এর সত্যায়িত ফটোকপি এবং পুরানো পাসপোর্টের (যদি থাকে) ফটোকপি নিয়ে যাবেন।
  • সাদা কাপড় পড়ে ছবি তোলা যাবে না।

অনলাইন পাসপোর্টের অফিসিয়াল নির্দেশনা ২০১৩

খ) ভিসা ছাড়া বিদেশ ভ্রমন:

এবার তাহলে দেখে নেয়া যাক বাংলাদেশী পাসপোর্ট নিয়ে কোন কোন দেশে বেড়াতে যাওয়া যাবে আগে থেকে ভিসা না নিয়ে। এর মাঝে বেশির ভাগ দেশে যেতে গেলে কেবল টিকেট করে চলে গেলেই হবে, পর্যটক ভিসা আপনাকে ওই দেশের এয়ারপোর্টে দেয়া হবে। আর কোনো কোনো দেশে তাও লাগে না, বাংলাদেশী পাসপোর্ট দেখিয়েই ওই দেশে ঢুকে যেতে পারবেন। দেশভেদে এই সব দেশে ৫ থেকে ১২০ দিন পর্যন্ত থাকতে পারবেন। অল্প কয়টি দেশ আছে যেখানে আপনার থাকার কোনো সীমা বেধে দেয়া নেই। প্রয়োজন হলে যাওয়ার আগে সংশ্লিস্ট দেশের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।
বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে যেতে ভিসার প্রয়োজন নেই, শুধু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই হবে। আর এমন কিছু দেশ আছে যেখানে ল্যান্ড করার পরে এয়ারপোর্ট থেকে (on arrival) ভিসা পাওয়া যায়, তবে কোন কোন দেশের ক্ষেত্রে অবশ্য ফি দিতে হয়।
ভিসা ছাড়া যাওয়া যাবে এবং অবস্থান করা যাবে এমন দেশগুলো হচ্ছে

এশিয়া মাহাদেশের মধ্যে

  • ভুটান (যত দিন ইচ্ছা),
  • শ্রীলংকা (৩০ দিন),

আফ্রিকা মহাদেশের মধ্যে

  • কেনিয়া (৩ মাস),
  • মালাউই (৯০ দিন),
  • সেশেল (১ মাস),

আমেরিকা মাহাদেশের মধ্যে

  • ডোমিনিকা (২১ দিন),
  • হাইতি (৩ মাস),
  • গ্রানাডা (৩ মাস),
  • সেন্ট কিট্‌স এ্যান্ড নেভিস (৩ মাস),
  • সেন্ড ভিনসেন্ট ও গ্রানাডাউন দ্বীপপুঞ্জ (১ মাস),
  • টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ (৩০ দিন),
  • মন্টসের্রাট (৩ মাস),
  • ব্রিটিশ ভার্জিন দ্বীপমালা (৩০ দিন),
  • ওশেনিয়া মাহাদেশের মধ্যে ফিজি (৬ মাস),
  • কুক দ্বীপপুঞ্জ (৩১ দিন),
  • নাউরু (৩০ দিন),
  • পালাউ (৩০ দিন),
  • সামোয়া (৬০ দিন),
  • টুভালু (১ মাস),
  • নুউ (৩০ দিন),
  • ভানুয়াটু (৩০ দিন) এবং
  • মাক্রোনেশিয়া তিলপারাষ্ট্র (৩০ দিন) অন্যতম।
এছাড়াও যেসব দেশে প্রবেশের সময় (on arrival) ভিসা পাওয়া যাবে সেগুলো হচ্ছে

এশিয়ার মধ্যে

  • আজারবাইজান (৩০ দিন, ফি ১০০ ডলার),
  • জর্জিয়া (৩ মাস),
  • লাউস (৩০ দিন, ফি ৩০ ডলার),
  • মালদ্বীপ(৩০ দিন), মাকাউ (৩০ দিন),
  • নেপাল (৬০ দিন, ফি ৩০ ডলার),
  • সিরিয়া (১৫ দিন),
  • পূর্ব তিমুর (৩০ দিন, ফি ৩০ ডলার),
  • আফ্রিকা মহাদেশের মধ্যে
  • বুরুন্ডি, কেপ ভার্দ, কোমোরোস, জিবুতি (১ মাস, ফি ৫০০ জিবুতিয়ান ফ্রাঙ্ক),
  • মাদাগাস্কার (৯০ দিন, ফ্রি ১,৪০,০০০ এমজিএ),
  • মোজাম্বিক (৩০ দিন, ফি ২৫ ডলার),
  • টোগো (৭ দিন, ফি ৩৫,০০০ এক্সডিএফ) এবং
  • উগান্ডা (৩ মাস, ফি ৩০ ডলার)
তবে বাংলাদেশের এয়ারপোর্ট রওনা হবার সময় কিছু সুযোগ সন্ধানী অফিসার ভিসা নেই বা আপনার সমস্যা হবে এই মর্মে হয়রানি করতে পারে টু-পাই কামানোর জন্য। কেউ এসব দেশে বেড়াতে যেতে চাইলে টিকিট কেনার সময় আরো তথ্য জেনে নিতে পারেন।সবাইকে অনেক ধন্যবাদ।

পোস্টটি সংগৃহীত ।
3 comments

নিয়ে নিন সকল HTML Code For Web Design

যারা ওয়েব ডিজাইন এর কাজ করেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে HTML code. এটা ছাড়া সাইট ডিজাই করা মুশকিল। সুতরাং দেরি কেন? নিয়ে নিন


Tag
Description
<!–…–>Defines a comment
<!DOCTYPE>Defines the document type
<a>Defines a hyperlink
<abbr>Defines an abbreviation
<acronym>Not supported in HTML5. Use <abbr> instead.
Defines an acronym
<address>Defines contact information for the author/owner of a document
<applet>Not supported in HTML5. Use <object> instead.
Defines an embedded applet
<area>Defines an area inside an image-map
<article>NewDefines an article
<aside>NewDefines content aside from the page content
<audio>NewDefines sound content
<b>Defines bold text
<base>Specifies the base URL/target for all relative URLs in a document
<basefont>Not supported in HTML5. Use CSS instead.
Specifies a default color, size, and font for all text in a document
<bdi>NewIsolates a part of text that might be formatted in a different direction from other text outside it
<bdo>Overrides the current text direction
<big>Not supported in HTML5. Use CSS instead.
Defines big text
<blockquote>Defines a section that is quoted from another source
<body>Defines the document’s body
<br>Defines a single line break
<button>Defines a clickable button
<canvas>NewUsed to draw graphics, on the fly, via scripting (usually JavaScript)
<caption>Defines a table caption
<center>Not supported in HTML5. Use CSS instead.
Defines centered text
<cite>Defines the title of a work
<code>Defines a piece of computer code
<col>Specifies column properties for each column within a <colgroup> element
<colgroup>Specifies a group of one or more columns in a table for formatting
<command>NewDefines a command button that a user can invoke
<datalist>NewSpecifies a list of pre-defined options for input controls
<dd>Defines a description/value of a term in a description list
<del>Defines text that has been deleted from a document
<details>NewDefines additional details that the user can view or hide
<dfn>Defines a definition term
<dialog>NewDefines a dialog box or window
<dir>Not supported in HTML5. Use <ul> instead.
Defines a directory list
<div>Defines a section in a document
<dl>Defines a description list
<dt>Defines a term/name in a description list
<em>Defines emphasized text
<embed>NewDefines a container for an external (non-HTML) application
<fieldset>Groups related elements in a form
<figcaption>NewDefines a caption for a <figure> element
<figure>NewSpecifies self-contained content
<font>Not supported in HTML5. Use CSS instead.
Defines font, color, and size for text
<footer>NewDefines a footer for a document or section
<form>Defines an HTML form for user input
<frame>Not supported in HTML5.
Defines a window (a frame) in a frameset
<frameset>Not supported in HTML5.
Defines a set of frames
<h1> to <h6>Defines HTML headings
<head>Defines information about the document
<header>NewDefines a header for a document or section
<hr>Defines a thematic change in the content
<html>Defines the root of an HTML document
<i>Defines a part of text in an alternate voice or mood
<iframe>Defines an inline frame
<img>Defines an image
<input>Defines an input control
<ins>Defines a text that has been inserted into a document
<kbd>Defines keyboard input
<keygen>NewDefines a key-pair generator field (for forms)
<label>Defines a label for an <input> element
<legend>Defines a caption for a <fieldset> element
<li>Defines a list item
<link>Defines the relationship between a document and an external resource (most used to link to style sheets)
<map>Defines a client-side image-map
<mark>NewDefines marked/highlighted text
<menu>Defines a list/menu of commands
<meta>Defines metadata about an HTML document
<meter>NewDefines a scalar measurement within a known range (a gauge)
<nav>NewDefines navigation links
<noframes>Not supported in HTML5.
Defines an alternate content for users that do not support frames
<noscript>Defines an alternate content for users that do not support client-side scripts
<object>Defines an embedded object
<ol>Defines an ordered list
<optgroup>Defines a group of related options in a drop-down list
<option>Defines an option in a drop-down list
<output>NewDefines the result of a calculation
<p>Defines a paragraph
<param>Defines a parameter for an object
<pre>Defines preformatted text
<progress>NewRepresents the progress of a task
<q>Defines a short quotation
<rp>NewDefines what to show in browsers that do not support ruby annotations
<rt>NewDefines an explanation/pronunciation of characters (for East Asian typography)
<ruby>NewDefines a ruby annotation (for East Asian typography)
<s>Defines text that is no longer correct
<samp>Defines sample output from a computer program
<script>Defines a client-side script
<section>NewDefines a section in a document
<select>Defines a drop-down list
<small>Defines smaller text
<source>NewDefines multiple media resources for media elements (<video> and <audio>)
<span>Defines a section in a document
<strike>Not supported in HTML5. Use <del> instead.
Defines strikethrough text
<strong>Defines important text
<style>Defines style information for a document
<sub>Defines subscripted text
<summary>NewDefines a visible heading for a <details> element
<sup>Defines superscripted text
<table>Defines a table
<tbody>Groups the body content in a table
<td>Defines a cell in a table
<textarea>Defines a multiline input control (text area)
<tfoot>Groups the footer content in a table
<th>Defines a header cell in a table
<thead>Groups the header content in a table
<time>NewDefines a date/time
<title>Defines a title for the document
<tr>Defines a row in a table
<track>NewDefines text tracks for media elements (<video> and <audio>)
<tt>Not supported in HTML5. Use CSS instead.
Defines teletype text
<u>Defines text that should be stylistically different from normal text
<ul>Defines an unordered list
<var>Defines a variable
<video>NewDefines a video or movie
<wbr>NewDefines a possible line-break
TagDescription
Basic
<!DOCTYPE>Defines the document type
<html>Defines an HTML document
<title>Defines a title for the document
<body>Defines the document’s body
<h1> to <h6>Defines HTML headings
<p>Defines a paragraph
<br>Inserts a single line break
<hr>Defines a thematic change in the content
<!–…–>Defines a comment
Formatting
<acronym>Not supported in HTML5. Use <abbr> instead.
Defines an acronym
<abbr>Defines an abbreviation
<address>Defines contact information for the author/owner of a document/article
<b>Defines bold text
<bdi>NewIsolates a part of text that might be formatted in a different direction from other text outside it
<bdo>Overrides the current text direction
<big>Not supported in HTML5. Use CSS instead.
Defines big text
<blockquote>Defines a section that is quoted from another source
<center>Not supported in HTML5. Use CSS instead.
Defines centered text
<cite>Defines the title of a work
<code>Defines a piece of computer code
<del>Defines text that has been deleted from a document
<dfn>Defines a definition term
<em>Defines emphasized text
<font>Not supported in HTML5. Use CSS instead.
Defines font, color, and size for text
<i>Defines a part of text in an alternate voice or mood
<ins>Defines a text that has been inserted into a document
<kbd>Defines keyboard input
<mark>NewDefines marked/highlighted text
<meter>NewDefines a scalar measurement within a known range (a gauge)
<pre>Defines preformatted text
<progress>NewRepresents the progress of a task
<q>Defines a short quotation
<rp>NewDefines what to show in browsers that do not support ruby annotations
<rt>NewDefines an explanation/pronunciation of characters (for East Asian typography)
<ruby>NewDefines a ruby annotation (for East Asian typography)
<s>Defines text that is no longer correct
<samp>Defines sample output from a computer program
<small>Defines smaller text
<strike>Not supported in HTML5. Use <del> instead.
Defines strikethrough text
<strong>Defines important text
<sub>Defines subscripted text
<sup>Defines superscripted text
<time>NewDefines a date/time
<tt>Not supported in HTML5. Use CSS instead.
Defines teletype text
<u>Defines text that should be stylistically different from normal text
<var>Defines a variable
<wbr>NewDefines a possible line-break
Forms
<form>Defines an HTML form for user input
<input>Defines an input control
<textarea>Defines a multiline input control (text area)
<button>Defines a clickable button
<select>Defines a drop-down list
<optgroup>Defines a group of related options in a drop-down list
<option>Defines an option in a drop-down list
<label>Defines a label for an <input> element
<fieldset>Groups related elements in a form
<legend>Defines a caption for a <fieldset> element
<datalist>NewSpecifies a list of pre-defined options for input controls
<keygen>NewDefines a key-pair generator field (for forms)
<output>NewDefines the result of a calculation
Frames
<frame>Not supported in HTML5.
Defines a window (a frame) in a frameset
<frameset>Not supported in HTML5.
Defines a set of frames
<noframes>Not supported in HTML5.
Defines an alternate content for users that do not support frames
<iframe>Defines an inline frame
Images
<img>Defines an image
<map>Defines a client-side image-map
<area>Defines an area inside an image-map
<canvas>NewUsed to draw graphics, on the fly, via scripting (usually JavaScript)
<figcaption>NewDefines a caption for a <figure> element
<figure>NewSpecifies self-contained content
Audio/Video
<audio>NewDefines sound content
<source>NewDefines multiple media resources for media elements (<video> and <audio>)
<track>NewDefines text tracks for media elements (<video> and <audio>)
<video>NewDefines a video or movie
Links
<a>Defines a hyperlink
<link>Defines the relationship between a document and an external resource (most used to link to style sheets)
<nav>NewDefines navigation links
Lists
<ul>Defines an unordered list
<ol>Defines an ordered list
<li>Defines a list item
<dir>Not supported in HTML5. Use <ul> instead.
Defines a directory list
<dl>Defines a description list
<dt>Defines a term/name in a description list
<dd>Defines a description of a term/name in a description list
<menu>Defines a list/menu of commands
<command>NewDefines a command button that a user can invoke
Tables
<table>Defines a table
<caption>Defines a table caption
<th>Defines a header cell in a table
<tr>Defines a row in a table
<td>Defines a cell in a table
<thead>Groups the header content in a table
<tbody>Groups the body content in a table
<tfoot>Groups the footer content in a table
<col>Specifies column properties for each column within a <colgroup> element
<colgroup>Specifies a group of one or more columns in a table for formatting
Style/Sections
<style>Defines style information for a document
<div>Defines a section in a document
<span>Defines a section in a document
<header>NewDefines a header for a document or section
<footer>NewDefines a footer for a document or section
<section>NewDefines a section in a document
<article>NewDefines an article
<aside>NewDefines content aside from the page content
<details>NewDefines additional details that the user can view or hide
<dialog>NewDefines a dialog box or window
<summary>NewDefines a visible heading for a <details> element
Meta Info
<head>Defines information about the document
<meta>Defines metadata about an HTML document
<base>Specifies the base URL/target for all relative URLs in a document
<basefont>Not supported in HTML5. Use CSS instead.
Specifies a default color, size, and font for all text in a document
Programming
<script>Defines a client-side script
<noscript>Defines an alternate content for users that do not support client-side scripts
<applet>Not supported in HTML5. Use <object> instead.
Defines an embedded applet
<embed>NewDefines a container for an external (non-HTML) application
<object>Defines an embedded object
<param>Defines a parameter for an object
AttributeDescription
accesskeySpecifies a shortcut key to activate/focus an element
classSpecifies one or more classnames for an element (refers to a class in a style sheet)
contenteditableNewSpecifies whether the content of an element is editable or not
contextmenuNewSpecifies a context menu for an element. The context menu appears when a user right-clicks on the element
data-*NewUsed to store custom data private to the page or application
dirSpecifies the text direction for the content in an element
draggableNewSpecifies whether an element is draggable or not
dropzoneNewSpecifies whether the dragged data is copied, moved, or linked, when dropped
hiddenNewSpecifies that an element is not yet, or is no longer, relevant
idSpecifies a unique id for an element
langSpecifies the language of the element’s content
spellcheckNewSpecifies whether the element is to have its spelling and grammar checked or not
styleSpecifies an inline CSS style for an element
tabindexSpecifies the tabbing order of an element
titleSpecifies extra information about an element
translateNewSpecifies whether the content of an element should be be translated or not
















































1 comments

লিনাক্স,উবুন্টু, ফেডোরা এ গ্রামীণফোন মডেম ব্যবহার করুন



For linux: First of all, install wvdial (u can also use other dailer app) to check your mobile as a modem
——————————-
#wvdialconf
Grameen Phone here is a sample of my wvdial.conf (Grameen Phone EDGE/GPRS)
————————————————————
[Dialer Defaults]
Init1 = ATZ
Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
Init3 = AT+CGDCONT=1,”IP”,”gpinternet”
Modem Type = Analog Modem
ISDN = 0
Phone = *99***1#
Modem = /dev/ttyUSB0
Username = xyz
Password = xyz
Baud = 115200
———————————————————–
change the modem speed/Baud and /dev/ttyUSB0 according to your mobile phone
Aktel here is a sample of my wvdial.conf (Aktel GPRS)
————————————————————
[Dialer Defaults]
Init1 = ATZ
Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
Modem Type = Analog Modem
ISDN = 0
Phone = *99***1#
Modem = /dev/ttyUSB0
Username = xyz
Password = xyz
Baud = 115200
0 comments

গুরুত্বপূর্ন স্টুডেন্ট ভিসার প্রশ্ন. Special For USA and Australlian Students


 US Embassy Question for Student VISA
1.         Why do you select USA for higher education and not Bangladesh?
Ans : I selected USA for higher education because USA has a great reputation in all over the world for higher education. US degree is worldwide highly recognized but our degree is not that. Though we have the almost similar course in our country but again it will be more benefited for me to have a foreign degree specially your country. That means USA.
2.         If you get an US degree here, would you like to go to US again for higher studies?
Ans : Yes, still I would like to go to USA for higher education, even if I get a US degree in here, because the educational environment of Bangladesh and USA are so deferent. I want to have a batter education and I think USA is the best place for that.
3.         What is the purpose of your trip?
Ans : Higher studies. I already took admission at (Name of the college) in USA.
4.         Have you ever been to USA?
Ans : No. I haven’t there.
5.         Which US College are you planning to go to?
Ans : I’m planning to go to the (Name of the college) in (State/Location of the college). I have already taken admission in that college in (Subject Name).
6.          Can you tell me some details about your college?
Ans : Yes, of course! (Some description about the college). Like (ASA's modest roots began in 1985 with a professor and 12 students in a small Brooklyn classroom. Since then, the college has grown to more than 3000 students, 20 programs of study, and 2 large centrally-located campuses in midtown Manhattan and downtown Brooklyn. In 1999, ASA received authorization from the New York State Board of Regents to confer degrees in accounting, computer programming and information technology and medical assisting).
7.         Why have you chosen this specific college?
Ans : I have decided to go to this college, because one of my friend are currently studying there and I have seen online (Name of the college) is well organized and they have good education system. And I have found my desired subject to study there.
8.         Can you tell me the location of the college?
Ans : Sure! (Name of the college) is situated in an excellent location in  (Location of the college), USA.
9.         How many US University/College did you apply for?
Ans : This is the only College I have applied for. Though I was searched for a several Colleges in online.
10.       Can you mention the name off some professors of this college?
Ans : Of course! Kate Lyapustina, She is an advisor of the International Student Department.
11.       Did you have any scholarships?
Ans : Yes I got (How much scholarship do you get mention here) scholarships of my total tuition fees.
12.       What course are you going for?
Ans : (Subject name).
13.       Why did you select this course? It’s relevant to your previous studies?
Ans 1: Yes. It’s relevant with my previous course. I got (Previous Earned Course’s name), and I want to have a batter and more knowledge in (Subject name). That’s why I selected this course.
Ans 2: Well. It’s not really 100% relevant with my previous course, but I’m more interested about this subject than my previous course. That’s why I selected this course.
14.       What is the course structure & contents?
Ans : The course has 8 Semesters and in each semester there are 5/6 subjects to take. The total duration of the course is 36 months.
15.       Why don’t you do this course in your country?
Ans : We have the almost similar course in our country. But I believe that the quality will not be same because the educational environment of Bangladesh and USA are so deferent. I want to have a batter education and I think USA is the best place for that.
16.       How long will your studies last?
Ans : The course duration is 36 months.
17.       What is the scope of your course?
Ans : You know, now the age of ICT. At this moment Information Management Technology is the most valuable subject for anything. And I have a dream to establish a business organization in Bangladesh. For this reason I hope it’s have a huge demand in Bangladesh & others country.
18.       What do you plan to study at the university?
Ans : I plan to study (Subject Name).
19.       What benefit will bring this course to you?
Ans : By doing this course, I will be benefited a lot. Once I finish this course my profile will be enough high. The subject I have chosen to study has a great demand throughout the world.
20.       What is the course commencement date?
Ans : My course commencement date is the (Starting date of class. like, Septembor 18th, 2013).
21.       What is your arrival date in the US?
Ans : (Approximate flight date. Like Septembor 1st, 2013)
22.       Arrival City?
Ans : New York/Virginia/New Jersey (any one which one are you going).
23.       Date of departure from USA?
Ans : September, 2017.
24.       Departure City?
Ans : Dhaka, Bangladesh.
25.       What will be the total cost of per year?
Ans : the total cost per year is (……..) USD.
26.       Where will you stay in US?
Ans : My friend already arrange an accommodation for me in 8015 41st Avenue, Apt-437, Queens, New York 11373.
27.       Where did you do your last course of study?
Ans : (Last finished Institute Name. like, Khulna Polytechnic Institute, Khulna, Bangladesh).
28.       What is your specialization?
Ans : Business.
29.       What is your School?
Ans : (School Name. Like, Fulbari Secondary School, Patkelghata, Satkhira).
30.       What is your High School?
Ans : (College Name. Like, Khulna Polytechnic Institute, Khulna, Bangladesh)
31.       You need to improve your English!!
Ans : Oh yes. No worry I will have ESL program in (College Name). I am sure I will be able to improve my English. Thank you.
32.       What does your father do?
Ans : He is a business man.
33.       How many brother and sister do you have?
Ans : I have one elder brother and one elder sister.
34.       Where your brother and sister did complete their studies?
Ans : They are completed their studies in Bangladesh.
35.       Who is sponsoring you?
Ans : My (Relation) (Name of Sponsor) is sponsoring me.
36.       Have you got any loans?
Ans : No. I haven’t got any loans.
37.       What are the income sources of your sponsor?
Ans : My (Relation) is a businessman.
38.       What proof do you have that your sponsor can support your studies?
Ans : My sponsor (Name of Sponsor) is my (Relation). He is a business man. He has enough money in his bank account to support me & my studies expenses. I have my sponsor’s business documents with me and his bank statement with bank solvency.
39.       Could you please show me the bank statements?
Ans : Sure. Please…
We are live in village, and the branch of the bank is situated in village and they are not started computerized banking in this branch. That’s why the bank statements are hand writhed in Bangle. This is the translate copy of this Statements.
40.       How many people are dependents on your sponsor?
Ans : All of our family members, including my parents. The total members are 4 without me.
41.       Why is he sponsoring you?
Ans 1: Because he is my (Relation).  After retirement of my father he looked over our family business these business is really my father’s business. That’s why he sponsoring me.
Ans 2: Because he is my (Relation). I’m the only son of him, he always likes my batter future. That’s why he sponsoring me.
42.       How much money is available for your stay in USA?
Ans : There is enough money available in my sponsor’s bank account for my study in USA. It’s near about 45 thousand USD.
43.       How will you finance your education funds for 3 years?
Ans : My sponsor will support me.
44.       What will you plans after completing your studies?
Ans : After completing my studies I will come back in my country. Then I have a dream to establish a business organization in Dhaka, Bangladesh.
45.       Have you researched your career prospects?
Ans : Of course I have. I believe after complete my desired degree from a reputed place I will be able to compete with others in all over the world.   
46.       How much money can you earn after your completion of your studies?
Ans : I think if I can start my desirer business in our country I will earn at least 200,000/= per month which is a random amount in Bangladesh.
47.       Do you intend to work in US during or after completion of your studies?
Ans : During my study in USA, I wish to work part time accordingly the permission.
48.       How can you prove that you will come back after finishing your studies?
Ans : Well. You know all of my family members, friends, relatives & other’s familiar persons are live in Bangladesh. Most important things are I want to do batter something for my country because I love my motherland. I think this is my moral duty to serve my country. That’s why definitely I will come back to my own country after completion my degree. Even while studying I will keep visiting my country during my vacation.
49.       Do you have any relatives in the USA?
Ans : No I don’t have any relatives in the USA, but some of my friends are currently living in there.
50.       Why should I grant you US VISA?
Ans : I think you should grant me US VISA because I already admitted in a US college with scholarship. Now my bright future depends on gets the US VISA. Otherwise it will be frustrated me.
51.       What will you do if your VISA is rejected?
Ans : At first I like to know what is the reason of my rejection. Then I will try for next.
52.       Have you ever visited any other country?
Ans : No.
53.       Will you come back to home during summers?
Ans : It’s will be depends on situation.
54.       What will you during the off semester?
Ans : It’s will be depends on situation. If I get better opportunity then maybe I will move to Bangladesh & again I will go back to USA for studies.
3 comments
Flag Counter
 
Helped By : Copyright © 2014. বাউনডুলে - All Rights Reserved
Proudly powered by Blogger