বাউনডুলে

বাউনডুলে
Featured Post Today
print this page
Latest Post

Zip, Rar কিংবা যেকোন আর্কাইভ ফাইল Unzip করতে পারছেন না সফটওয়্যার নেই বলে? আসুন শিখে যান সফটওয়্যার ছাড়াই কিভাবে আর্কাইভ ফাইল ভাঙবেন।

কম্পিউটারে মাঝে মধ্যে আনজিপ করার সফটওয়্যার নাই থাকতে পারে? কিন্তু প্রয়োজনীয় Zip, Rar সহ যেকোন আর্কাইভ ফাইলগুলো ভেঙ্গে মূল ফাইল গুলো পাওয়া কি থেকে থাকবে? অবশ্যই না। চাইলে আপনি অনলাইনেই ভেঙ্গে ফেলে মূল ফাইল পেতে পারেন আপনার জিপ ফাইল থেকে। আজ শেয়ার করছি এমন একটি সাইট যেখানে যেকোন আর্কাইভ ফাইল ভাঙতে পারবেন। সাইটটির নাম B1 Free Archiver। শুধু নাম শেয়ার করেই শেষ করছিনা নতুনদের সুবিধার্থে শেয়ার করছি পুরো টিউটোরিয়াল। তবে আসুন প্রথমেই জেনে নেই কি কি ফরম্যাটের আর্কাইভ ফাইল এই সাইট ভাঙতে সমর্থ আর তারপরেই চলে যাব পুরো টিউটোরিয়ালে স্ক্রিনশট সহ।
Supported formats: b1, zip, jar, xpi, rar, 7z, arj, bz2, bzip2, tbz2, tbz, txz, cab, chm, chi, chq, chw, hxs, hxi, hxr, hxq, hxw, lit, cpio, deb, gz, gzip, tgz, tpz, hfs, iso, lzh, lha, lzma, rpm, tar, xar, z, taz, xz, dmg, cb7, cbr, cbt, cbz
  • মাত্র তিনটি ধাপে আপনি কাজ শেষ করতে পারবেন। প্রথমেই Select archive নামের বাটন ক্লিক করুন এবং কম্পিউটার থেকে আপনার কাঙ্ক্ষিত জিপ বা যেকোন প্রকার আর্কাইভ ফাইল দেখিয়ে আপলোড করুন।
আপনার Zip, Rar কিংবা যেকোন আর্কাইভ ফাইল আপলোড করুন
  • মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। তারপরেই পেয়ে যাবেন আপনার আনজিপ ফাইল।
আপনার আপলোড করা ফাইল প্রসেসিং করা হচ্ছে
আপনার আর্কাইভ ফাইল ভেঙ্গে আনজিপ করে ফেলা হয়েছে
  • এখন আনজিপ ফাইলটিতে ক্লিক করলে ডাউনলোড লিংক পেয়ে যাবেন। চাইলে আপনার আনজিপ ফাইলের ভিতরের যেকোন নির্দিষ্ট অংশও ডাউনলোড করতে পারবেন।
আনজিপ করা ফাইল ডাউনলোড লিংক



copy from bloggermaruf.com
2 comments

আপনার ওয়েবসাইট কিংবা ব্লগসাইটে যোগ করুন Auto Refreshing


আপনার কি কোন ওয়েব সাইট বা ব্লগ সাইট আছে? যদি থেকে থাকে আজ আপনার জন্যই তাহলে শেয়ার করছি একটি ছোট একটি ট্রিক্স।
আমরা অনেক সাইটেই অটো রিফ্রেশ সিস্টেম দেখে থাকি। এর মানে হল ওয়েব সাইট একটি নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হবে। আপনি জিজ্ঞাস করতে পারেন এতে লাভ কি হবে? লাভ খুব একটা বেশি হবে না! তবে যে লাভটা হবে সেটাই বলি। আপনারা নিশ্চয়ই নিজে লক্ষ্য করেছেন আমরা অনেক সময় কোন ব্লগ বা ওয়েব সাইটে গিয়ে কিছুক্ষন ভিজিট করতে করতে অন্য কোন ট্যাবে চলে যাই। আর ওদিকে ওই সাইট হয়ত ক্লোজ করতেই ভুলে যাই। এতক্ষন ওই সাইট কোন নড়াচরা করেনা! এখন ওই সাইটের মালিক হিসেবে আপনি ভাবুন তো যদি সাইটে একটা অটো রিফ্রেশার লাগানো থাকত তাহলে একটা নির্দিষ্ট সময় পর সাইটটি রিফ্রেশ হতে থাকত। একদিকে আপনার সাইটের পেজ ভিউ বাড়ত আবার অন্যদিকে সাইটে নতুন কোন তথ্য বা টিউন নতুন এসে থাকলে সেটাও আপডেট হয়ে যেত। ফেসবুকের নিউজ ফিডের রিফ্রেশিং সিস্টেমটাকে উদাহরণ হিসেবে নিতে পারেন। পিসিতে বসে ফেসবুকের নিউজ ফিডে থেকে লক্ষ্য করে দেখবেন নতুন নতুন স্ট্যাটাস, ফটো অটোমেটিকভাবে চলে আসছে যা অটো রিফ্রেশ হওয়ার কারণে হয়ে থাকে। আবার জনপ্রিয় বাংলা ব্লগ টেকটিউনসেও লক্ষ্য করবেন নতুন কোন টিউন টেকটিউনসে আসলে সাইটটি অটোমেটিকভাবে লোডিং হয়ে নেয়। আমি আজ মূলত সাইটে কিভাবে এই অটো রিফ্রেশ সিস্টেম  যোগ করতে হয় সেটিই দেখাব। কাজটি খুবই সোজা। নিচের ধাপগুলো লক্ষ্য করুনঃ
  • প্রথমে আপনার ওয়েব সাইট বা ব্লগ সাইটের টেমপ্লেটের এইচটিএমএল কোড এ চলে যান।
  • সাইটের এইচটিএমএল কোড থেকে <head> নামের কোড বা ট্যাগটি খুঁজে বের করুন।
  • ব্যাস, এবার নিচের এক লাইনের কোডটুকু খুঁজে পাওয়া <head> ট্যাগের পরেই বসায় দেন।
<meta content='800;url=http://baundole.blogspot.com/' http-equiv='refresh'/>
  • এখন উপরের কোডটি সামান্য লক্ষ্য করুন। লাল রঙে দাগানো 800 এর বদলে আপনি আপনি আপনার ইচ্ছেমত সংখ্যা বসান। এর মানে হল আপনি এখানে যত বসাবেন তত সেকেন্ড পর সাইটটি রিফ্রেশ হয়ে নিবে অটোমেটিক। ধরুন আপনি 2000 বসালেন তাহলে আপনার সাইট ২০০০ সেকেন্ড পর অটোমেটিকভাবে রিফ্রেশ হবে। তাই আপনি যত সেকেন্ড পর সাইট রিফ্রেশ করাতে চান তত বসিয়ে দিন। আবার লক্ষ্য করুন। লাল রঙে দাগানো http://baundole.blogspot.com লিংকের জায়গায় আপনার ওয়েব সাইট বা ব্লগ সাইট বসিয়ে দিন। এছাড়াও আপনি যদি চান ওই নির্দিষ্ট সময় পর অটো রিফ্রেশ হয়ে অন্য কোন সাইট বা অন্য কোন নির্দিষ্ট পেজে চলে যাবে অটোমেটিক। তাহলে আপনি ওই লিংকও বসিয়ে দিতে পারেন।
2 comments
Flag Counter
 
Helped By : Copyright © 2014. বাউনডুলে - All Rights Reserved
Proudly powered by Blogger