স্বাগতম ! সকলে কেমন আছেন নিশ্চয় ভালো । আপনার নিজে ভালো থাকুন এবং আশেপাশের মানুষ কে ভালো রাখার চেষ্টা করুন ঠিক আমার মত
আপনারা সকলে নিশ্চয় বায়োসের শব্দ টির সাথে পরিচিত । কম্পিউটার ব্যবহার
করেন আর বায়োস চিনেন না এটি কি হতে পারে না হতে পারে না আর যদি কেউ না
চিনেন তাহলে সমস্যা না আমি আজ আপনাদের বায়োসের A টু Z চিনিয়ে দিব ।
আসুন তাহলে বাড়তি কথা না বলে কাজে নেমে পড়া যাক !
BIOS অর্থ হল basic input output system
. BIOS দ্বারা কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয় ।।পিসি
বুট আপ করা এবং সিপিইউ কতৃক বিভিন্ন কম্পোনেন্ট একসেস করার জন্য বায়োস
ব্যবহার করা হয় । বায়োসে প্রোগ্রামের কোড থাকে যা দ্বারা মৌলিক এবং লো
-লেবেলের ফাংশন গুলো সম্পাদন করা হয় ।
পার্সোনাল কম্পিউটারে সাধারণত নিন্মোক্ত বায়োস ব্যবহার করা হয়ঃ
AWARD BIOS
AMI BIOS
PHONEX BIOS
MICROID BIOS
বিভিন্ন মাদারবোর্ড বায়োস সেট আপ করার জন্য
বিভিন্ন কি ব্যবহার করা হয় । কম্পিউটার চালু অবস্থায় নিশ্চয় খেয়াল
করবেন যে DEL ,F1 ,F2 ইত্যাদি বায়োসে প্রবেশ করার জন্য নির্ধারণ করা
হয়ে থাকে । আপনি লক্ষ্য করলে দেখবেন যে লেখা আছে PRESS F1 ENTER SETUP বা
PRESS F2 ENTER SETUP ইত্যাদি । এখানে চিহ্নিত কি টিতে ক্লিক করলেই আপনি
চলে যাবেন আপনার কম্পিউটারের বায়োসে । সেট আপে প্রবেশ করার জন্য কোন কি
চাপ দিতে হবে তা নির্ভর করে বায়োসের টাইপের উপর । নিন্মে কয়েকটি উদাহরনের
মাধ্যমে দেখানো হলঃ
AWARD BIOS :এটিতে প্রবেশ করতে হলে আপনাকে Ctrl + Alt +Esc কিংবা DEL চাপ দিতে হবে
PHONEX BIOS :এটিতে প্রবেশ করতে হলে আপনাকে F2 চাপ দিতে হবে
AMI BIOS : এটিতে প্রবেশ করতে হলে আপনাকে DEL চাপ দিতে হবে ।
এখন আপনাদের সাথে আমি একটি AWARD BIOS স্কিন
দেয়া হল। এটি হয়ত আপনাদের বায়োসের সাথে সম্পূর্ণ মিল নাও থাকতে পারে ।
কারন বায়োস স্কিন টাইপ এবং ভার্শনের উপর নির্ভর করে । আপনি যদি যেকোন
একটি বায়োস সম্পর্কে সচ্ছ ধারনা রাখেন তাহলে আপনি যেকোন বায়োস থেকে সেট
আপ নির্ধারণ করতে পারবেন ।
STANDARD CMOS FEATURES
বায়সের প্রথম মেনু হচ্ছে STANDARD CMOS
FEATURES । প্রথমে আপনাকে এটি নির্ধারণ করতে হবে । আপনি এটি নির্ধারণ
করলে নিন্মের মত একটি পেজ পাবেনঃ

ADVANCED BIOS FEATURES

ADVANCED CHIPSET FEATURES
এই অপশনটি হচ্ছে বায়োস সেটআপ মেনুর
তৃতীয় পার্ট । আপনাকে Advanced Chipset Features অপশনটি সিলেক্ট করতে হবে
। তখন দেখবেন যে নিচের মত স্কিন আসবে । দেখুন তোঁ আসল কিনা

INTEGRATED PERIPHERALS
Award বায়োসে সেট আপের চতুর্থ মেনু হচ্ছে INTEGRATED PERIPHERALS । মেনু থেকে INTEGRATED PERIPHERALS
নির্বাচন করলে নিচের মেনু পাওয়া যাবে । মাদার বোর্ডের জে সকল
পেরিফেলালসসমুহ সংযোজন করা আছে এখানে তার বর্ণনা থাকে এবং এ পেরিফেলালগুলো
কিভাবে ব্যবহার করা যাবে টা নির্ধারণ করে দেয়া যায় !

PnP/PCI Configuration






বায়োস সেট আপের পরবর্তী মেনু হচ্ছে PnP/PCI Configuration । ডিভাইস কনফিগার করার জন্য এর মেনু অপশনগুলো ব্যবহার করা হয় । PnP/PCI Configuration Setup অবশনে ক্লিক করে আমরা এই অপশনটি পাব !

PC Health Status
PC Health Status নামেই নিশ্চয় বুজতে পারছেন এটির কাজ কি ?সিস্টেমের
Board Sensor চিপস সিস্টেমের যাবতীয় অবস্থা পর্যবেক্ষণ করে এবং তা এ মেনু
অপশনসমূহে তালিকা আকারে প্রকাশ করে । এটি পেতে আপনাকে PC Health Status লেখাটিতে ক্লিক করতে হবে । সাথে সাথে নিচের পেজ দেখা দিবে !!

Frequency/ Voltage Control
এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় !! এটির সকল কিছুই বর্তমানে অটো সিলেক্ট করা থাকে ! এটি পেতে আপনাকে Frequency/ Voltage Control লেখাটিতে ক্লিক করতে হবে ।

Load Fail- Safe Defaults
বায়োস ডিফল্ট ভ্যালু নির্ধারণে এটি ব্যবহার হয় ।

Load Optimizes Defaults
ফ্যাক্টরি ডিফল্ট সেটিং লোড করার জন্য এই অপশনটি ব্যবহার হয় ।

Set Supervisor Password
কোন সিস্টেমের Supervisor দের সম্পূর্ণ সিস্টেম অ্যাকসেস করার হয় । Supervisor পাসওয়ার্ড দ্বারা বায়োস সেটআপে অনুমোদিত ব্যক্তির প্রবেশ রোধ করা হয় ।
Set User Password
এটি দ্বারা কম্পিউটারে সাধারন ব্যক্তির প্রবেশ রোধ করা হয় ।

Save & Exit Setup
বায়োসে জে সকল পরিবর্তন হয়েছে তা সংরক্ষণ এবং সেটআপ বের হতে চাইলে Save & Exit Setup এর Y বাঁটনে ক্লিক করতে হয়

Exit Without Saving
বায়োসের পরিবর্তন গুলো সেভ করতে না চাইলে Exit Without Saving এ ক্লিক করে বের হতে হবে ।

!!!বায়োস সমস্যা এবং সমাধান !!!
সমস্যাঃ বায়োস সেভ করতে পারছেন না ।
- বায়োস জাম্পার ডিজেবল থাকতে পারে
- কিংবা ব্যাটারির চার্জ শেষ হয়ে থাকতে পারে (এখানে আপনে কি করবেন আগে আপনি আপনার জাম্পার চেক করবেন অতপর আপনি আপনার ব্যাটারি পাল্টে নিবেন ।
কোন সফটওয়্যার শুরু হবার পর Illegal Performance দেখাছে ।
- এক্ষেত্রে আপনি প্রথমে আপনার বায়োসের এক্সটারনাল ক্যাশ মেমরি ডিজেবল করে দেখুন
- নাহলে আপনার ঐ সফটওয়্যার এর অন্য একটি কপি দ্বারা চেষ্টা করে দেখুন ।
- এখনো যদি সমস্যা দেখা দেয়া তাহলে বুজতে হবে আপনার মাদারবোর্ড কিংবা র্যামের সমস্যা হচ্ছে ।
বায়োসে হার্ড ডিস্ক পাচ্ছে না কিংবা Missing Operating সিস্টেম মেসেজ দেখাচ্ছে ।
- এখানে আপনি প্রথমে দেখুন আপনার পাওয়ার ক্যাবল কিংবা ডেটা ক্যাবলের সংযোগ সঠিক ভাবে পেয়েছে কিনা ।
- বায়োসের COMS Standard Features অপসনটিতে প্রবেশ করে দেখুন জে হার্ড ডিস্কের NONE করা আছে কিনা । যদি থাকে তাহলে পরিবর্তন করে IDE বা Auto নির্ধারণ করে দিন ।
Post a Comment