বাউনডুলে

বাউনডুলে
Featured Post Today
print this page
Latest Post

বাংলাদেশের সব মোবাইল অপারেটরদের ইন্টারনেট সেটিংস

এখন পর্যন্ত ছয়টি মোবাইল অপারেটরদের বাংলাদেশে আছে এবং তারা বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ প্রদান করে থাকে. কিন্তু সব সময় মোবাইল ইন্টারনেট সেটিংস কনফিগার করার পদ্ধতি জানা থাকেনা.এ জন্য নিচে বিভিন্ন মোবাইল অপারেটরদের ইন্টারনেট সেটিংস কনফিগার করার পদ্ধতি প্রদান করা হল আশা করি সবার কাজে লাগবে
 GrameenPhone:
Manual WAP Settings for Handset:
Profile/Settings Name = GP-WAP
APN (Access Point Name) = gpwap
WAP Gateway (Proxy) IP = 10.128.1.2
WAP Gateway (Proxy) Port = 8080
WAP Homepage = http://wap.gpworld.com/
Data Bearer = GPRS
Manual MMS Settings for Handset:
Profile/Settings Name = GP-MMS
APN (Access Point Name) = gpmms
Gateway (Proxy) IP = 10.128.1.2
Gateway (Proxy) Port = 8080
Relay Server URL = http://mms.gpsurf.net/servlets/mms
Data Bearer = GPRS

Manual Internet Settings for Handset:
Profile/Settings Name = GP-INTERNET
APN (Access Point Name) = gpinternet


Robi:
In order to set Robi Internet in your Handset just follow the following instructions: For Internet settings through SMS

1. SMS ALL for WAP, MMS, & Internet
2. For Internet- SMS Internet to 1227
3. For WAP- SMS WAP to 1227
4. For MMS- SMS MMS to 1227

For USSD Menu- Dial *140*7#
For manual settings :


INTERNET setting: WAP setting: MMS setting:
Profile Name : Robi-INTERNET“APN” : INTERNETProxy-IP& port: Not required Profile Name : Robi-WAP“APN” : wap”Proxy / IP Address”: 10.16.18.77
“Port” : 9028
Profile Name : Robi-MMSAPN :WAP”Proxy/IP” : 10.16.18.77″Port” : 9028″URL” : http://10.16.18.40:38090/was


Banglalink:
You have to manually configure your mobile for banglalink GPRS. Just call to 121 and contact with an agent of customer care service. Manually Internet Settings:
Profile Name: blweb
APN: blweb
Protocol: http Wap:
Profile Name: blwap
APN: blwap

Proxy/Gateway Address: 10.10.55.34 or 010.010.055.034

Port: 8799

Protocol: http



For airtel 2G:
Internet Setting:
Profile name:Airtel Inetrnet
APN: internet
Port: 8080
IP: 10.6.0.2

MMS Setting:
Profile name: Airtel MMS
APN: mms
Port:8080
IP: 10.6.0.2
Homepage: http://bd.airtel.com/

For Teletalk 3G &2G:
WAP Setting:
Profile name: Teletalk-WAP
APN: wap
Port: 9201

Internet Setting:
Profile name: Teletalk-Internet
APN: wap (for bundle package) & gprsunl (for unlimited package)
Port: 9201
Proxy Address192.168.145.101

MMS Setting:
Profile name: Teletalk-MMS
APN: mms

You can also get this settings by sending an sms to the operator. Here the process-

Write "set" and send SMS to "738". 

ফাইল সংরক্ষণের সময় প্রাক কনফিগার পাসওয়ার্ড 1234 ব্যবহার করুন.




1 comments

জেনে নিন আপনার কম্পিউটারের নিরাপত্তায় নিয়োজিত এন্টিভাইরাসটি কতটুকু কাজ করতেছে

আমরা অনেকে ফ্রী এন্টিভাইরাস সহ বিভিন্ন এন্টিভাইরাসের ট্রায়াল ভার্সন ব্যবহার করি ।
আর নিচিন্তে নাকে তেল দিয়ে কাজ চালিয়ে যাই ।
আপনি জানেন কি এসব এন্টিভাইরাসের অধিকাংশই পিসিকে স্লো করে দেয় । আর ইন্টারনেটে যে সব ফ্রী এন্টিভাইরাস পাওয়া যায় সেগুলোর অধিকাংশই ভাইরাস ।


কি বিশ্বাস হচ্ছে না ?
এর ফাঁদে অনেকেই পড়তেছে আর দু-দিন পরপর কম্পিউটার নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে ।
আপনি নিজেও হয়তো জানেন না আপনার সাধের এন্টিভাইরাস কাজ করতেছে, না শুধুই ঝামেলা করতেছে ।
আজ আমি আপনাদের একটা ছোট টিপস্ দেব যার মাধ্যমে আপনি সহজেই জেনে নিতে পারবেন আপনার সাধের এন্টি-ভাইরাসের কর্মকান্ড ।
নোটপ্যাড ওপেন করুন (New Text Document.TXT) এবং নিচের কোডটি কপি-পেষ্ট করে দিন
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
এখন নোটপ্যাডের ফাইলটি রি-নেম করুন New Text Document.TXT  থেকে myfile.com এ ।
অতঃপর আপনার এন্টি-ভাইরাস দিয়ে myfile.com ফাইলটি স্ক্যান করুন ।
যদি আপনার এন্টি-ভাইরাসটি সঠিকভাবে কাজ করে তাহলে একটা ওয়ার্নিং ম্যাসেস আসবে এবং myfile.com ফাইলটি ডিলিট করে দেবে ।
অন্যথায় বুঝে নিন আপনার কম্পিউটারের নিরাপত্তায় আপনি কার উপর নির্ভরশীল হয়ে আছেন ।
1 comments

পৃথিবীর যেকোনো সফটওয়ারের সিরিয়াল নাম্বার, কিগান, প্যাচ খুজে বের করুন সবচেয়ে সহজ উপায়ে

পৃথিবীর অন্যান্য সব দেশের তুলনায় আমাদের বাংলাদেশে ফ্রি সফটওয়্যার, পাইরেট সফটওয়্যার,  ট্রা‌য়াল সফটওয়্যার ব্যবহারের প্রবণতা বেশি।
যার অধিকাংশ আমরা ইন্টারনেট থেকে ট্রায়াল ভার্সন ডাউনলোড করে ব্যবহার করি।
এই ধরনের সফটওয়ারের ক্ষেত্রে ট্রায়ালের নিদিষ্ট সীমা অতিক্রম হওয়ার পরই আমরা এই সফটওয়ার, গুলোর সিরিয়াল কি ইন্টারনেটে খুঁজে হয়রান হই।
অথচ একটু ভিন্ন ভাবে গুগল এ সার্চ করে আপনি খুঁজে বের করতে পারেন আপনার মেয়াদ উর্ত্তীর্ণ সফটওয়্যার এর সিরিয়াল নাম্বার, কিগান, প্যাচ খুব সহজেই
আপনি যে সফটওয়্যার এর সিরিয়াল নাম্বার, কিগান, প্যাচ খুঁজছেন গুগলে সার্চ দেওয়ার সময় সেই সফটওয়্যারটি আগে লিখুন 94fbr অথবা সেই সফটওয়্যারটি (ভার্সন সহ) লিখে তার শেষে FBR94 লিখে সার্চ দিন।
দেখবেন গুগল শুধু সিরিয়াল নাম্বার, কিগান, প্যাচ এর হাজার হাজার লিঙ্ক দিচ্ছে আপনাকে।
উদাহরণঃ
94fbr Microsoft Office
94fbr Kaspersky
94fbr Adobe Photoshop
অথবা
Microsoft Office FBR94
Kaspersky FBR94
Adobe Photoshop FBR94
টিউনটা বেশি বড় করলাম না ছোট করেই করলাম। আশা করি এখন থেকে আর কোন সফটওয়্যার এর সিরিয়াল নাম্বার, কিগান, প্যাচ নিয়ে সমস্যা হবে না।
0 comments

আলেক্সজা কী, রাঙ্কিং কমানোর বেষ্ট উপায়

আলেক্সজা(Alexa) হল এমাজন এর একটি কোম্পানি এটির কাজ হল পৃথিবীর যত সাইট আছে তার রেংক নির্ধারন করা। একটি উদাহারণ দিচ্ছি দরুন আমি একটি ওয়েব সাইট তৈরি করি আর আমি আমার সাইটে এর জনপ্রিয় কেমন, তার উপর নিভর করে আমার সাইটির একটি নম্বর পায় যা আলেক্সজা আমাকে প্রধান করে ।আর এই নম্বার যত কম হবে আমার সাইট টি
তত বেশি জনপ্রিয়। alexa এর ঠিকানা www.alexa.com
alexa rank আলেক্সজা কী, রাঙ্কিং কমানোর বেষ্ট উপায়, ৯০% কাজ প্রমাণিত।আমাদের মধ্যে অনেকে আছে যারা নিজেদের ব্লগ পরিচালনা করেন এবং নিজেরা পোস্ট করেন কিন্তু তাদের ব্লগে ভাল ভিজিটর
ও আছে কিন্তু ব্লগ এর রেংক কমে না ওলটা বাড়ে তাই না ভাই ?
আপনার ব্লগ এ রাঙ্কিং অনেক বেশি। আপনার ব্লগের আলেক্সা রাঙ্কিং দিন এর পর বাড়ছে এক সময় ছিল ৫ লাখ আর এখন
তা ২০ লাখ এবং দিনের পর দিন তা বেড়ে চলছে । আপনি ঠিক বুজে উঠতে পারছেন না কি করে আলেক্সজা রাঙ্কিং কমাবেন। আপনি ভাবছেন এই আলেক্সা রাঙ্কিং একটা ফালতু জিনিস, না ভাই ফলতু না ।
আপনি এই কথা গুলো মানেন আর দেখুন আপনার রেংক কত তারা তারি ভাল হয়ে ওঠে
শুরু করুন…
১.কপি করা কোন পোস্ট থাকলে তা তুলে দেন ।
২. কিছ ভাল পোস্ট লেখুন আর তা বিভিন্ন সাইটে (সামাজিক সাইটে)দিয়ে মার্কেটিং করুন।
৩. সামান্যতম এস ই ও করুন
৪. কম করে তিন দিন পর পর একটি ভাল পোস্ট দিন যা সবার নজর কাটবে।
৫.যে পোষ্টে মানুষের কোন উপকার হবে না সেই পোস্ট ডিলিট করুন(যেমন মিথ্যা বলে টাকা আয় করার উপায় ইত্যাদি হাবি-জাবি)
৬. আপনার সাইটে বাউন্স রেট কমান।
৮. আপনার নতুন পোস্ট এর সাথে পুরাতন পোস্ট এর লিংক ব্যবহার করুন।
এতে করে ভিসিটর আপনার সাইটে বেশি কক্ষ থাকবে এবং আলেক্সজা রাঙ্কিং ও কমে ।
৯. ব্লগে একটা সুন্দর মেনু বার দিন।এই মেনু বার ও কিন্তু আলেক্সা রাঙ্কিং কমায় ।
১০. সোসিয়াল শেয়ার (ফেসবুক, গুগল প্লাস, টুইটার, ইত্যাদি )
১১. সোসিয়াল  বুক মারকিং
0 comments

Banglalink ব্যবহারকারিদের জন্য নিয়ে এলাম কিছু শর্টকাট কোড

বাংলালিক ব্যাবহারকারি বন্ধুদের জন্য (দেখলে প্রাপ্তি,না দেখলে মিস) ।
কোডসমূহঃ

BANGLALINK TOP U.S.S.D
1. Check Own Number: *511#
2. Check Current Package: *125#
3. Banglalink Advance: *874#
4. GPRS Data Check: *222*3#
5. GPRS Deactivation: *222*2#
6. Call Me Back: *126*Number#
7. Call Waiting Activation: *43#
8. Call Waiting Deactivation: #43#
9. MCA Out of Reach: **62*622#
10. Power Menu: *789#
11. USSD Alert Service: *234#
12. Prize Point Check: *567*1 # OR*720*1#
13. 100SMS Activation: *222*8#
14. 100SMS Deactivation:*222*9#
15. 500SMS Activation: *132*1#
16. 45paisa/min Activation:*166*4*1#
17. Banglalink Emergency: *321#
18. VMS Activation: **21*770#
19. Dial Up Number: *99***1#
20. Bill Pay Service: *777#
21. Mobile Train Ticket: *131#
22. Jobs Link (New): *108*1#
23. Bibaho Link (New): *108*2#
24. Call Divert Activation:**21*Number#
25. Call Divert Deactivation:##002#===============================
0 comments

SSL/TLS এবং নিরাপদ ওয়েবসাইট প্রসঙ্গ

প্রাথমিক আলোচনা

ধরুন, আপনি অনলাইনে কেনাকাটা করছেন। বিশেষ কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি একটি পন্যের অর্ডার দিলেন এবং যথারীতি পেপাল কিংবা মাস্টারকার্ডে সেটার বিল পরিশোধ করলেন। আপনি কি ভেবেছেন, আপনার দেওয়া গোপন তথ্য চুরি হতে পারে! অথবা, আপনি নিজেই এ ধরণের একটি ওয়েবসাইট চালু করেছেন; মানুষ আপনাকে বিশ্বাস করবে কেন? কোন বিশ্বাসে তারা আপনার ওয়েবসাইটে এসে তাদের পাসওয়ার্ড ইত্যাদি গোপন তথ্য প্রদান করবে?
এই সমস্যার সমাধানে ওয়েবসাইটগুলোকে এক ধরণের সার্টিফিকেট প্রদান করা হয়। যা জানিয়ে দেয় একটি সাইট নিরাপদ কিনা কিংবা কতটুকু নিরাপদ। ব্রাউজার থেকে সার্ভার এবং সার্ভার থেকে ব্রাউজারে তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে তথ্য চুরি হবে না, এটি সুনিশ্চিত করার জন্যে ওয়েবসাইটগুলোকে SSL/TLS সার্টিফিকেট দেওয়া হয়। SSL এবং TLS হল যথাক্রমে Transport Layer Security ও Secure Sockets Layer-এর সংক্ষিপ্ত রুপ।

কীভাবে চিনবেন?

ওয়েবসাইটের ঠিকানার (URL) শুরুতে http:// থাকে, নিশ্চয়ই খেয়াল করেছেন। এই http:// হল একটি Application Protocol, এর পূর্ণরূপ HyperText Transfer Protocol; কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন কিছু সাইটের ঠিকানার শুরুতে https:// থাকে? https:// শুধুমাত্র সেই সাইটগুলোতেই থাকে, যেগুলো SSL/TLS সার্টিফিকেট প্রাপ্ত। এই https:// হল HyperText Transfer Protocol Secure-এর সংক্ষিপ্ত রূপ। প্রকৃতপক্ষে এই সাইটগুলো গোপন তথ্যাদি (বিশেষ করে পাসওয়ার্ড ও অন্যান্য গোপন নম্বর) আদানপ্রদানের ক্ষেত্রে নিরাপদ।

(বামদিকে অনিরাপদ এবং ডানদিকে নিরাপদ ওয়েবসাইট)
আরেকটা বিষয়, সাইটের ফেভিকন (URL-এর বামদিকে ছোট আইকন টাইপ Image) সাধারণত ১৬x১৬ পিক্সেলের হয়। কিছু সাইটে দেখবেন এই অংশটি তুলনামূলক বেশি চওড়া। এগুলোতে ফেভিকনের পাশে খানিকটা বর্ধিত অংশ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে সাইটের নাম লেখা থাকে এখানে। বর্ধিত অংশ আবার বিভিন্ন রঙয়ের হয়ে থাকে। সাধারণত নীল, হালকা নীল, হালকা সবুজ এবং সবুজ রং থাকে। এগুলো নিরাপত্তা মাত্রা নির্দেশ করে। একটি সাইট কতোটা নিরাপদ সেটি বুঝতে পারবেন এর ফেভিকনের পাশের এই রং দেখে।

(বামদিকে অনিরাপদ এবং ডানদিকে নিরাপদ ওয়েবসাইট)

একটি সাইটে SSL/TLS কীভাবে যুক্ত হয়?

বিশ্বব্যাপী কিছু স্বীকৃত প্রতিষ্ঠান আছে যারা SSL/TLS সার্টিফিকেট প্রদান করে। একটি সাইট নিরাপদ নিশ্চিত করে তারপরই এরা স্বীকৃতি দিয়ে থাকে। SSL/TLS সার্টিফিকেটযুক্ত কোনো সাইটের ফেভিকনের উপর মাউস কার্সর রাখলেই দেখতে পাবেন কোন প্রতিষ্ঠান ওই সাইটকে স্বীকৃতি দিয়েছে।

এ ধরণের প্রতিষ্ঠানের তালিকায় আছে-

  • ১) A-Trust
  • ২) Buypass
  • ৩) DigiCent
  • ৪) GeoTruts
  • ৫) GlobalSign
  • ৬) GoDaddy
  • ৭) SwissSign
  • 8) VeriSign ইত্যাদি।
0 comments

Airtel ব্যবহারকারীদের জন্য কিছু শর্টকাট কোড

আজ নিয়ে এলাম এয়ারটেল বাংলাদেশ এর জন্য প্রয়োজনীয় একঝাকঁ কোডের সমাহার ,
যার যেটা লাগবে দেখে নেন , বেছে নেন
শুধু দয়া করে পোস্ট টা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ।
প্যাচাল তো অনেক হলো এবার এক নজরে দেখে নেওয়া যাক কোড গুলাঃ

airtel TOP U.S.S.D
@ airtel prepaid account menu
»» account balance check –*778#
»» bonus check – *778*1#
»» sms check – *778*2#
»» bonus check – *778*3#
»» remaining main internet –*778*4#
»» free min (bundle) – *778*5#
»» bonus minute – *778*6#
»» bonus check – *778*7#
»» free min – *778*8#
»» usd $ check (roaming credit ) –*778*10#
@ my airtel my offer menu
»» special offer of the day –*222*1#
»» recharge bonus – *222*2#
»» use & win – *222*3#
»» bundle offer – *222*4#
»» my internet offer – *222*5#
@ airtel live menu
»» bill and package info –*121*1# (prepaid ,blackberry )
»» start a service – *121*2# (callertunes , m-radio , mobile backup , call block , missed call alert)
»» stop a service – *121*3# ( caller tunes , m-radio , mobile backup , missed call alert , classified service , breaking news,joker )
»» friends and family – *121*4# ( add , delete, replace , list of fnf)
»» call me back – *121*5#
»» other – *121*6# (internet setting (auto > manual ) , my number , list of ring back tone)
»» airtel internet – *121*7# ( prepaid package , postpage package )
»» prepaid package change –*121*8# ( adda , golpo ,kotha , dolbol etc )
»» bulk sms suspend – *121*9# ( suspend , un – suspend , check status )
prepaid bundle & winback bonus–*121*10#
»» airtel showroom address –*121*11# ( chittagong ,sylhet , khulna , rajshahi , rangpur,borishal etc.
0 comments

জেনে নিন ইন্টারনেটের কিছু অতি প্রয়োজনীয় শব্দের পূর্নাঙ্গ অর্থ

আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি।যদি এমন হয় কেউ আপনাকে বলল যে আচ্ছা বলতো IP এর পূর্নাঙ্গ অর্থ কি ।যদি না বলতে পারেন তাহলে না কি লজ্জাই পড়তে হবে।তাই লজ্জায় যাতে না পড়তে হয় তার জন্য আমার এই টিউন করা।এই টিউনে আমি ইন্টানেটের কিছু অতি প্রয়োজনীয় শব্দের পূর্নাঙ্গ অর্থ জানাব।আসুন শুরু করি।

  • ১।WWW---World Wide Web
  • ২।IP=Internet Protocol
  • ৩।TCP= Transmission Control Protocol
  • ৪।HTML=HyperText Markup Language
  • ৫।URL=Uniform Resource Locator
  • ৬।CSS=Cascading Style Sheets
  • ৭।SQL=Structured Query Language
  • ৮।ASP= Active Server Pages
  • ৯।JSP=Java Server Pages
  • ১০।PHP=Hypertext Preprocessor
  • ১১।ICANN=Internet Corporation for Assigned Names and Numbers.
  • ১২।DSN=Domain Server Name
  • ১৩।CGI=Common Gateway Interface
  • ১৪।FAQ=Frequently asked questions
  • ১৫।FTP=File Transfer Protocol
  • 0 comments
    Flag Counter
     
    Helped By : Copyright © 2014. বাউনডুলে - All Rights Reserved
    Proudly powered by Blogger