বাউনডুলে

বাউনডুলে
Featured Post Today
print this page
Latest Post

কপি প্রটেকটেড সাইট থেকে লিখা কপি করুন

আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সাইটে ভিজিট করি। অনেক সময় কোন জরুরী তথ্য আমাদের কপি করে সেভ করে রাখতে হয়। কিন্তু কপি করার সময় দেখা যায় সাইটে কপি প্রটেক্টেড করা আছে। কপি  প্রটেক্টেড সাইট থেকে কিভাবে কপি করতে হয় তাই আজ আপনাদের দেখাব। শুরু করা যাক…
মজিলা ফায়ার বাগ (Mozilla FireBug) সম্পর্কে অনেকেই হয়ত জানেন, যারা জানেননা তাদের বলি এটা মজিলার একটা এক্সটেনশন। মজিলা ওপেন করে  Tools >> add-ons  এ গিয়ে সার্চ বক্সে Mozilla FireBug লিখে সার্চ দিলেই এক্সটেনশনটা চলে আসবে। এতাকে ইন্সটল করেনিন। এরপর ব্রউজার রিস্টার্ট দিলে উপরে ডান কর্নারে একটা বাগ এর ছবি চলে আসবে (নিচের ছবি দেখুন)।

এইখানে ক্লিক করুন। নিচে একটি কোড পেজ আসবে। কোডে <body ট্যাগে ক্লিক করুন (নিচে ছবিতে দেখানও হল)।

এবার নিচের ছবি দুইটি ফলো করুন। দেখবেন আপনি যা চান টা পেয়ে যাবেন। এইখান থেকে কপি করুন।


ব্যাস হয়েগেল আপনার কাজ।
এই কাজ গুগল ক্রমেও করা যায়, সেক্ষেত্রে আরও সোজা। আপনাকে কোন এক্সটেনশন ব্যাবহার করতে হবেনা। কোড পেজ আনতে ctrl+shift চাপুন। দেখবেন চলে আসবে। বাকীটা একই পদ্ধতি।
0 comments

ওয়েব সাইট তৈরী করার অতি প্রয়োজনীয় ৩০ টি টুলস


নিচে আলোচিত ৩০টি প্রয়োজনীয় টুলস দ্বারা আপনি জানতে পারবেন কিভাবে ওয়েব পেজ তৈরী করতে হয়, এর জন্য কি কি টুলস লাগবে, কোথায় সেগুলো পাবেন,কিভাবে আপলোড করতে হয়,ম্যানেজ করার টুলস,জনপ্রিয়তার মাপকাঠি এবং সার্চ ইন্জিনে কিভাবে নিবন্ধন করতে হয় ইত্যাদি।যারা ওয়েব পেজ নিয়ে কাজ করতে চান তাদের এটি কাজে আসবে আশা করি।

ওয়েব পেজ তৈরী করার টুলস

ড্রিমওয়িভার-ওয়েব সাইট প্যাকেজ তৈরী করার জন্য খুবই জনপ্রিয় ।
হটস্ক্রিপ্ট আপনার সাইটকে আকর্ষনীয় করার জন্য উম্মক্ত স্ক্রিপ্ট। (মুক্ত)
এইচটিএমএল কীট -ওয়েব পেজ কোডিং করার টুলস।
অটোরিপ্লেস-একাধিক ওয়েব পেজের টেক্সসমুহ সহজেই বদল করার জন্য। (মুক্ত)
ন্যামো ওয়েব এডিটর- ওয়েব সাইট তৈরী করার টুলস।
নোটপ্যাড++- নোটপ্যাড থেকে অধিকতর উন্নত সংস্করন। (মুক্ত)
সেরিফ ওয়েবপ্লাস-ওয়েব পেজ তৈরী করার সফটওয়্যার।

চিত্রলেখ (গ্রাফিকস) ডিজাইন টুলস

অ্যাডোবে ফটোশপ-জনপ্রিয় ইমেজ এডিটিং সফটওয়্যার।
কুলটেক্স-অনলাইন লোগো গ্রাফিকস তৈরী করার জন্য। (মুক্ত)
ইরফানভিউ- ইমেজ এডিটিং সফটওয়্যার। (মুক্ত)
পিক্সি-যেকোন রংয়ের এইচটিএমএল মান জানার জন্য।(মুক্ত)
সেরিফ ড্রপ্লাস-গ্রাফিকস এডিটিং সফটওয়্যার।

ওয়েব সাইট ব্যবস্হাপনা টুলস

কনট্রিবিউট-সহজেই সাইট এবং ব্লগ হালনাগাদ করার জন্য।
কফিকাপফ্রিএফটিপি-ওয়েব সাইট আপলোড এবং ব্যবস্হাপনা (মুক্ত)
ইমেল চেক-স্প্যামাররা আপনার ওয়েব সাইট ইমেল এড্রেস দেখতে পায কি না তা যাচাই করা (মুক্ত)
ফায়ারফক্স ওয়েব ডেভেলপার এক্টেনশন-ওয়েব সাইট প্রকাশনা বা তৈরী (মুক্ত)
ফাইলজিলা-ওয়েব সাইট ফাইলস আপলোড এবং ব্যবস্হাপনা (মুক্ত)
লিংক পপুলারিটি-আপনার ওয়েব সাইট সার্চ ইন্জিনের নিকট কতটা জনপ্রিয় তা যাচাই করার জন্য।(মুক্ত)
অ্যালেক্সা টুলবার-অ্যালেক্সা সাইট তথ্যের জন্য(মুক্ত)
লিংক্স ব্রাউজার-টেক্স ব্রাউজারে আপনার কেমন দেখাবে তা যাচাই করে দেখা(মুক্ত)
ডব্লিউথ্রিসি ভ্যালিদেটর-আপনার পেজের কোডিংয়ের মান যাচাই করা(মুক্ত)

ফ্লাশ এনিমেশন

ফ্লাশ প্রো(প্রিমিয়ার ফ্লাশ তৈরী করার সফটওয়্যার
সুইস ম্যাক্স-ফ্লাশ ফাইল তৈরী করার টুলস।
এফোরডেক্স-কাঠামো(টেম্পলেট) ব্যবহার করে সহজেই ফ্লাশ সাইট তৈরী করা।
ডিভআইও-ডিজিটাল ক্যামেরা থেকে ভিডিও এভিআই তে নেওয়া।(মুক্ত)
কুলমুভস-সহজেই ফ্লাশ এনিমেশন তৈরী করা।
টারবাইন এনকোডার- সচল চিত্র(ভিডিও) কে স্টিমিং ফ্লাশে পরিবর্তন করা (মুক্ত)

অন্যান্য বিষয়

এমএসএন সাইটসার্চ-আপনার সাইটে সার্চ সবিধা যোগ করতে।(মুক্ত)
পিএইচপিবিবি-পিএইচপি-ভিত্তিক ফোরাম তৈরী করার জন্য।(মুক্ত)
এক্সপিএফ মিউজিক প্লেয়ার-সাইটে এমপিফ্রি ফাইল চালানো।(মুক্ত)
0 comments

অনলাইনে ৫৪টি দেশের ভিসা চেক করুণ

অনলাইনে ৫৪টি দেশের ভিসা চেক করুণ অনলাইনে। নিশ্চিত হয়ে নিন আপনার ভিসা সঠিক কিনা।




১. তানজানিয়া- http://www.tanzania.go.tz/
২. কাতার- http://www.moi.gov.qa/site/english
৩. কুয়েত- http://www.moi.gov.kw/
৪. পাকিস্তান- http://www.moitt.gov.pk/
৫. সৌদি আরব- http://www.moi.gov.sa/
৬. দুবাই/আরব আমিরাত- http://www.moi.gov.ae/
৭. মিশর- http://www.moiegypt.gov.eg/english/
৮. বাংলাদেশ- http://www.moi.gov.bd/
৯. সাইপ্রাস- http://moi.gov.cy/
১০. নেপাল- http://www.moic.gov.np/
১১.আলবেনিয়া- http://www.moi.gov.al/
১২ জামবিয়া- http://www.moi.gov.gm/
১৩. জর্দান- http://www.moi.gov.jo/
১৪. ইন্ডিয়া- http://labour.nic.in/
১৫. কেনিয়া- http://www.labour.go.ke/
১৬. ইটালী- http://www.labour.gov.on.ca/english
১৭. সিংগাপুর- http://www.mom.gov.sg/
১৮. গ্রীস- http://www.mddsz.gov.si/en
১৯. শ্রীলংকা- http://www.labourdept.gov.lk/
২০. দক্ষিণ আফ্রিকা- http://www.labour.gov.za/
২১.  ইরান- http://www.irimlsa.ir/en
২২. গানা- http://www.ghana.gov.gh/
২৩. তাইল্যান্ড- http://www.mfa.go.th/
২৪. বাহরাইন- http://www.mol.gov.bh/
২৫. ভূটান- http://www.molhr.gov.bt/
২৬. কলমবিয়া- http://www.labour.gov.bc.ca/esb/        or http://www.gov.bc.ca/citz
২৭. কানাডা- http://www.labour.gov.on.ca/english/    or  http://www.cic.gc.ca/
২৮. বারবাডোস- http://www.labour.gov.bb/
২৯. কোরিয়া- http://www.moel.go.kr/english
৩০. জাপান- http://www.mhlw.go.jp/english/
৩১. সাইপ্রাস- http://www.mfa.gov.cy/
৩২. ভিয়েতনাম- http://english.molisa.gov.vn/
৩৩. নিউজিল্যান্ড- http://www.dol.govt.nz/
৩৪. নামিবিয়া- http://www.mol.gov.na/
৩৫. মালদ্বীপ- mhrys.gov.mv/
৩৬. মায়ানমার- http://www.mol.gov.mm/
৩৭.  লেবানন- http://www.labor.gov.lb/
৩৮.পোল্যান্ড- http://www.mpips.gov.pl/en
৩৯. ইংল্যান্ড- http://www.ukba.homeoffice.gov.uk/
৪০. বুলগেরিয়া- http://www.mlsp.government.bg/en
৪১. আমেরিকা- http://www.dvlottery.state.gov/ESC    or    http://www.dol.gov/
৪২. স্পেন- http://www.mtin.es/en
৪৩. ইউক্রেইন- http://www.mlsp.gov.ua/
৪৪. উগান্ডা- http://www.mglsd.go.ug/
৪৫. পেলেস্তাইন- http://www.mol.gov.ps/
৪৬. ব্রুনাই- http://www.labour.gov.bn/
৪৭. ইয়ামেন- http://www.dol.gov/
৪৮. নেদারল্যান্ড- http://english.szw.nl/
৪৯. জামবিয়া- http://www.mlss.gov.zm/
৫০. অষ্ট্রেলিয়া- http://www.workplace.gov.au/
৫১. জিমবাবুয়ে- http://www.dol.gov/
৫২. ফিলিফাইন- http://www.dole.gov.ph/
৫৩. মালয়েশিয়া- http://www.mohr.gov.my/
৫৪. রাশিয়া- http://www.labour.gov.on.ca/
0 comments

DVD-R, DVD+R, DVD+RW, এবং DVD-RW এর মাঝে পার্থক্য গুলো



আসুন প্রথমত আমরা R এবিং RW এর মাঝে প্রথক্য গুলো লক্ষ্য করি R দিয়ে READABLE (সিডি থেকে ডাটা পড়তে/প্ল্যে করতে পারা) এবং W দিয়ে WRITEABLE (সিডিতে ডাটা সংরক্ষণ করতে পারা ) বুঝানো হয়।
DVD-R এবং DVD-RW, অথবা DVD+R এবং DVD+RW এর মাঝে প্রধান পার্থক্য গুলো হচ্ছে R ফরমেটের ডিস্ক গুলো কে একবারWrite করার পর সেটা থেকে আর কখনো কোন ডাটা মুছা যাবে না। কিন্তু RW ফরমেটের ডিস্ক গুলো কে বার বার মুছা যাবে ও Data Write করা যাবে। R ফরমেটের ডিস্ক গুলো ফাইল রাইট করে রাখার জন্য ভালো কারণ এ থেকে ফাইল হারানর সম্ভাবনা খুবই কম সিডি নষ্ট না হওয়া পর্যন্ত তারপর আবার দামও কম যেখানে R ফরমেটের সিডির ১০ টাকা থেকে ১২ টাকা সেখানে RW ফরমেটের সিডি গুলোর দাম ৮০ টাকা +
এবার আসুন DVD-R এবং DVD+R এর মাঝে পার্থক্য যাচাই করি।
যেহেতু উপরেই DVD-R এবং DVD-RW সম্পর্কে বর্ণনা দিয়েছি যে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এক টা শুধু মাত্র একবার Writable এবং আরেকটি অনেকবার Write করা যাবে। ঠিক তেমনি এটা DVD+R এবং DVD+RW এর ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ DVD-R যে কাজ DVD+R এর একই কাজ, আবার DVD-RW এর যে কাজ DVD+RW এরও একই কাজ । তাই যদি হয় তাহলে +(প্লাস) এবং -(মাইনাস) এর মাঝে পার্থক্য কি?
হ্যাঁ পার্থক্য অবশ্যই আছে
  • DVD-R/RW এর প্রাথমিক ডেভেলপ এর কাজ করেছিল পাইওনিয়ার, যা পাইওনিয়ার ও অ্যাপল প্রাথমিক ভাবে ব্যবহার করেছিল বা করতো । এই -(মাইনাস) ডিস্কগুলো ডিস্কের সার্ফেসে এক লেয়ারের উপর রাইট করা যেত । এই ডিস্ক গুলো DVDR+R/RW এর চেয়ে কম মূল্যের এবং ধারণ ক্ষমতাও কম ।
  • DVDR+R/RW ফরমেটের ডিস্ক গুলো ফিলিপ্স, ডেল, সনি, এইচপি, এবং Mcft সাপোর্ট করতো , এবং এগুলো একাধিক লেয়ারে রাইট করা যেত/ যায়। এবং DVD+R/RW ডিস্ক গুলো DVD-R/RW চেয়ে কিছুটা ভালো এবং ডাটা ধারণ ক্ষমতাও অনেক বেশি যার কারনে দামও কিছুটা বেশি।
উপরের বর্ণনা গুলো ছিল DVD ডিস্ক সম্পর্কে আর DVD-ROM এবং DVD+RW ড্রাইভ গুলোর মাঝে পার্থক্য হল রম ড্রাইভ শুধু ডাটা রিড করতে পারে আর RW ড্রাইভ গুলো রাইট ,ড়িড, এমন কি রিরাইট এর কাজও করে
আসা করি DVD-R,DVD-RW,DVD+R,DVD+RW ডিস্কগুলো সম্পর্কে কিছুটা ধারনা পেয়েছেন আর DVD-ROM এবং DVD+RW ড্রাইভগুলো সম্পর্কে কিছুটা ধারনা পেয়েছেন আশাকরি ।
0 comments

আপনার যে কোন ধরনের Corrupted পেনড্রাইভ ঠিক করুন , মেমোরি কোন প্রকার সফটওয়ার ছাড়াই

আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে Corrupted পেনড্রাইভ, মেমোরি কিভাবে  ঠিক করা যায়। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আপনার উইন্ডোজের START এ কিল্ক করে RUN এ গিয়ে cmd লিখে enter চাপুন। নিচের ছবির মত করে ।Untitled 1 copy ঠিক করুন আপনার যে কোন ধরনের Corrupted পেনড্রাইভ, মেমোরি কোন প্রকার সফটওয়ার ছাড়াই
তারপর Command Prompt চালু হবে।এখন আপনার স্বাদের কম্পিউটারে  Corrupted পেনড্রাইভ বা মেমোরি লাগান।
১ নং ধাপ – এখন প্রথমে টাইপ করুন একসাথে ( diskpart ) তারপর enter চাপুন।
২ নং ধাপ – অবার টাইপ করুন ( list disk ) এখন আপনার ড্রাইভ শো করবে। দেখুন আপনার Corrupted পেনড্রাইভ, মেমোরির ড্রাইভ কোনটা ।
৩ নং ধাপ – যদি disk 1 বা disk 2 হয় তাহলে যথাক্রমে ( select disk 1 বা select disk 2 ) টাইপ করুন এবং enter চাপুন।
৪ নং ধাপ – এখন ( clean ) লিখে enter প্রেস করুন।
৫ নং ধাপ – টাইপ করুন ( create partition primary ) লিখে enter প্রেস করুন।
৬ নং ধাপ – টাইপ করুন ‍( active ) লিখে enter প্রেস করুন।
৭ নং ধাপ - টাইপ করুন ‍( select partition 1 ) লিখে enter প্রেস করুন। ( আপনার ড্রাইভ অনুয়ায়ী আগেই বলেছি যথাক্রমে)
৮ নং ধাপ – টাইপ করুন ( format fs=fat32 ) লিখে enter প্রেস করুন। আপনি চাইলে fat32 এর বদলে ntfs ফরমেটে ফরমেট দিতে পারেন। ব্যাস আপনার কাজ শেষ এখন Corrupted পেনড্রাইভ বা মেমোরি ফরমেট হতে থাকবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 100% হলে ‍Successfully দেখাবে এখন ( exit ) লিখে enter প্রেস করলে Command Prompt বন্ধ হবে । এখন My computer ওপেন করে দেখুন ঠিক হয়ে গেছে।
 নিচের স্ক্রিনশট দিলাম
0 comments
Flag Counter
 
Helped By : Copyright © 2014. বাউনডুলে - All Rights Reserved
Proudly powered by Blogger