বাউনডুলে

বাউনডুলে

কপি প্রটেকটেড সাইট থেকে লিখা কপি করুন

আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সাইটে ভিজিট করি। অনেক সময় কোন জরুরী তথ্য আমাদের কপি করে সেভ করে রাখতে হয়। কিন্তু কপি করার সময় দেখা যায় সাইটে কপি প্রটেক্টেড করা আছে। কপি  প্রটেক্টেড সাইট থেকে কিভাবে কপি করতে হয় তাই আজ আপনাদের দেখাব। শুরু করা যাক…
মজিলা ফায়ার বাগ (Mozilla FireBug) সম্পর্কে অনেকেই হয়ত জানেন, যারা জানেননা তাদের বলি এটা মজিলার একটা এক্সটেনশন। মজিলা ওপেন করে  Tools >> add-ons  এ গিয়ে সার্চ বক্সে Mozilla FireBug লিখে সার্চ দিলেই এক্সটেনশনটা চলে আসবে। এতাকে ইন্সটল করেনিন। এরপর ব্রউজার রিস্টার্ট দিলে উপরে ডান কর্নারে একটা বাগ এর ছবি চলে আসবে (নিচের ছবি দেখুন)।

এইখানে ক্লিক করুন। নিচে একটি কোড পেজ আসবে। কোডে <body ট্যাগে ক্লিক করুন (নিচে ছবিতে দেখানও হল)।

এবার নিচের ছবি দুইটি ফলো করুন। দেখবেন আপনি যা চান টা পেয়ে যাবেন। এইখান থেকে কপি করুন।


ব্যাস হয়েগেল আপনার কাজ।
এই কাজ গুগল ক্রমেও করা যায়, সেক্ষেত্রে আরও সোজা। আপনাকে কোন এক্সটেনশন ব্যাবহার করতে হবেনা। কোড পেজ আনতে ctrl+shift চাপুন। দেখবেন চলে আসবে। বাকীটা একই পদ্ধতি।
Share this article :

Post a Comment

Flag Counter
 
Helped By : Copyright © 2014. বাউনডুলে - All Rights Reserved
Proudly powered by Blogger